মুম্বই: রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে বুধবার সকালে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ২ বছর আগে দায়ের হওয়া একটি মামলায় তাঁর বিরুদ্ধে আত্মহত্যয় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। সেই মামলায় এদিন সকালে তাঁকে গ্রেফতার করা হয়।


২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে অর্ণবের বিরুদ্ধে। অভিযোগ, রিপাবলিক টিভি থেকে প্রাপ্য অর্থ না পেয়ে আত্মহত্যা করেন ওই স্থপতি ও তাঁর মা।


এদিকে, গ্রেফতার করতে এসে মুম্বই পুলিশ তাঁকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন অর্ণব। তাঁর অভিযোগ, এদিন সকালে ১০ পুলিশকর্মী তাঁর বাড়িতে ঢুকে ধাক্কা দেয়। তাঁকে কার্যত গলা ধাক্কা দিয়ে বের করে আনা হয় বলেও দাবি করেন সাংবাদিক।


এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ট্যুইটে তিনি লেখেন, মহারাষ্ট্রে প্রেস স্বাধীনতার ওপর এই হামলার তীব্র নিন্দা করছি। সংবাদমাধ্যমের সঙ্গে এভাবে ব্যবহার করা ঠিক নয়। জরুরি অবস্থা সময়ের কথা মনে পড়ে যাচ্ছে।






উল্টোদিকে, পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছে শিবসেনা। দলের নেতা সঞ্জয় রউত বলেছেন, মহারাষ্ট্রে আইন অনুসরণ করা হয়েছে। পুলিশ তখনই পদক্ষেপ নেয়, যখন নির্দিষ্ট প্রমাণ থাকে। তিনি মনে করিয়ে দেন, ঠাকরে সরকার গঠন হওয়া ইস্তক কারও বিরুদ্ধে প্রতিহিংসাস্বরূপ আচরণ করা হয়নি।






রিপাবলিক টিভির তরফে এই গ্রেফতারির তীব্র সমালোচনা করা হয়েছে। একইভাবে এই ঘটনার নিন্দা করেছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনও। এনবিএ জানিয়েছে, অর্ণবের সাংবাদিকতার ধরণ নিয়ে ভিন্নমত থাকলেও, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি, এক্ষেত্রে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ যেন না হয়।