ভোপাল : করেনাকালে চাহিদা বাড়ছিল প্রতিদিন। আক্রান্তের সংখ্যা বাড়ায় মধ্যপ্রদেশে রেমডেসিভিরের অভাবের খবর রটছিল একাধিক জায়গা থেকে। এবার সরকারি হাসপাতাল থেকে রেমডেসিভিরের ৮৬০টি ইনজেকশন চুরির অভিযোগ উঠল।


রাজ্যে বেড়েই চলেছে করোনার গ্রাফ।যার জেরে বাড়ছিল রেমডেসিভিরের চাহিদা। মধ্যপ্রদেশে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সরকারি হাসপাতাল থেকেই করোনার মহামূল্যবান ইনজেকশন চুরির অভিযোগ উঠেছে। ভোপালের হামিদিয়া সরকার পরিচালিত হাসপাতালে এই ঘটনা
ঘটেছে। ইনজেকশন চুরির ঘটনায় অন্তর্ঘাতের তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না হাসপাতালের আধিকারিকরা।


এ প্রসঙ্গে ভোপালের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ ইরশাদ ওয়ালি বলেছেন, ''হাসপাতাল থেকে ৮৬০টি ইনজেকশন চুরি গিয়েছে। আমরা ইতিমধ্যেই বিষয়টির তদন্ত করছি।'' সকালেই এই বিষয়ে মুখ খোলেন মধ্যপ্রদেশের মেডিক্যাল এডুকেশন মিনিস্টার বিশ্বাস সারাঙ্গ। তিনি বলেন,
''আমার কাছে মেডিসিন চুরির খবর এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে ডিভিশনাল কমিশনার কবীন্দ্র কিয়ায়ত ও ভোপালের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ ইরশাদ ওয়ালি ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা এই চুরি ঘটনার তদন্ত করছেন।''


রেমডেসিভির চুরি নিয়ে ইতিমধ্যেই ভোপালের কোহে ফিজা পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে। মামলায় ৪৫৭, ৩৮০-র মতো ভারতীয় দণ্ডবিধির ধারা আরোপ করা হয়েছে। ভোপালের এএসপি রামস্নেহি মিশ্র জানিয়েছেন, হাসপাতাল থেকে রেমডেসিভিরের ১৭টা বক্স চুরি গেছে। একেকটা বক্সে ৪৮টা করে ইনজেকশন ছিল। 


এদিকে মধ্যপ্রদেশের পাশাপাশি দেশে কোভিড রোগীর সংখ্যা বাড়ায় রেমডেসিভিরের চাহিদা বাড়ছে। শনিবার পুনেতে নকল রেমডেসিভির বিক্রির জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে।


 মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের পরিসংখ্যান বলছে, ১৬ এপ্রিল রাজ্যে ১১,০৪৫ জন নতুন করে কোভিডে পজিটিভ ধরা পড়ে। এখনও পর্যন্ত যা   রাজ্যে সবথেকে বেশি। মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত কোভিড রোগীর সংখ্যা ৩,৮৪,৫৬৩ জন।২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। যার ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪২৫ জন। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, এপ্রিলের শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯,০৫২ জন। মারা গিয়েছেন ৪৩৯ জন।