শ্রীনগর: অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার নিয়ে (Article 370) মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে (Supreme court)। তার মধ্যেই জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি উত্তাল হওয়ার আশঙ্কা। ৫ অগাস্ট, শনিবার উপত্যকার বিশেষ মর্যাদা খর্ব হওয়ার চার বছর পূর্তি। তার আগে, শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরে বিরোধী শিবিরের রাজনীতিকদের আবারও গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ। মধ্যরাত থেকে উপত্যকায় ব্যাপক ধরপাকড় শুরু হয় বলেও অভিযোগ সামনে এসেছে। (Jammu And Kashmir)
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি জানিয়েছেন, দলের বর্ষীয়ান নেতাদের পাশাপাশি তাঁকেও গৃহবন্দি করা হয়েছে। মধ্যরাতে বেআইনি ভাবে আটক করা হয়েছে দলের কর্মীদের। ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুখ আবদুল্লাও একই অভিযোগ করেছেন।
শনিবার ট্যুইটারে মেহবুবা লেখেন, 'দলের অন্য PDP নেতাদের পাশাপাশি, আমিও গৃহবন্দি হয়ে রয়েছি। মধ্যরাত থেকে ধরপাকড় চলছিল। বেআইনি ভাবে থানায় আটক করে রাখা হয়েছে দলের সদস্যদের। উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক বলে সুপ্রিম কোর্টে মিথ্যে দাবি করছে ভারত সরকার। ভয় পেয়েই যে এমন কাজ করছে, তা স্পষ্ট'।
তালাবন্ধ অবস্থায় বাড়ির ছবিও পোস্ট করেন মেহবুবা। তাঁর দাবি, একদিকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পূর্তিতে কাশ্মীরিদের উৎসবে শামিল হতে আহ্বান জানানো হচ্ছে। তার জন্য বড় বড় পোস্টার, ব্য়ানার ঝোলানো হয়েছে শ্রীনগর-সহ চারিদিকে। কিন্তু নৃশংস আচরণের মাধ্যমে কাশ্মীরের মানুষের আবেগকেই পদদলিত করা হচ্ছে। মেহবুবা লেখেন, 'যে সময় অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করা নিয়ে মামলার শুনানি চলছে, আশাকরি সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে'।
PDP জানিয়েছে, অনুচ্ছেদ ৩৭০ ধারা প্রত্যাহারের চার বছর পূর্তিতে উপত্যকায় শান্তিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার জন্য অনুমতি চাইলে খারিজ করে দেওয়া হয়। তার পর মধ্যরাতে শুরু হয় ধরপাকড়। NC জানিয়েছে, দলের কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিতরে যাঁরা রয়েছেন, বেরোতে দেওয়া হচ্ছে না তাঁদেরও। কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে সরকার 'ফাঁকা আওয়াজ' দিচ্ছে বলে অভিযোগ দুই দলেরই।
অনুচ্ছেদ ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে এই মুহূর্তে শুনানি চলছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি চলছে মামলার। জম্মু ও কাশ্মীরের বিধানসভাই যেখানে কার্যকর নয়, লেখানে ধারা প্রত্যাহার বা সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া আদৌ সম্ভব কিনা, কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৮ অগাস্ট ফের মামলার শুনানি রয়েছে। তার মধ্যেই আবারও উপত্যকা থেকে অশান্তির খবর সামনে আসছে।