কুলগাম : ফের রক্তাক্ত উপত্যকা ! জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ তিন সেনা জওয়ান। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা। খবর ভারতীয় সেনা সূত্রের।
স্থানীয় হালান জঙ্গল এলাকায় জঙ্গিরা জমায়েত করেছে। এই খবর পেয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা ও পুলিশ। শুক্রবার সন্ধে নাগাদ তল্লাশি অভিযান চলাকালীন এনকাউন্টার শুরু হয়ে যায় উভয়পক্ষের। নাগাড়ে গোলাগুলি শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। সেই সময় গোলাগুলিতে শহিদ হন তিন জওয়ান।
সেনার ১৫ কর্পের তরফে ট্যুইট করে জানানো হয়, সেখানে এখনও অভিযান চলছে। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, 'কুলগামে হালানে উঁচু এলাকায় জঙ্গিরা রয়েছে, নির্দিষ্ট এই খবর পেয়ে গত ৪ অগাস্ট অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের সময়, তিন জওয়ান আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। তল্লাশি অভিযান চলছে।'
এর পর পরই সেখানে আরও বাহিনী মোতায়েন করা হয়। এর আগে গত এপ্রিল ও মে মাসে ৫ কমান্ডো-সহ ১০ সেনা জওয়ান শহিদ হন। পুঞ্চ ও রাজৌরি জেলায় পৃথক এনকাউন্টারে তাঁদের মৃ্ত্যু হয়।
প্রসঙ্গত, এই দুই এলাকা গত দুই দশক ধরে জঙ্গিমুক্ত বলে ধরা হয়।
এপ্রিল মাসে রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। NIA-কে ঘটনার তদন্তভার দেওয়া হয়। ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া যায়, তা চিনে তৈরি বলে দাবি করে সেনা। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, ঘটনাস্থল ঘিরে চালানো হয় তল্লাশি। সেনা সূত্রের খবর পাওয়া যায়, ভিম্বের গলি এলাকায় দুপুর ৩টে নাগাদ সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পরে গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড হামলা চালানো হয়। নর্দার্ন কম্যান্ডের সেনা হেডকোয়ার্টারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ওই এলাকায় তীব্র বৃষ্টি হচ্ছিল। ফলে, দৃশ্যমানতা কমে যায়। সেই সুযোগে জঙ্গিরা আর্মির গাড়ি লক্ষ্য করে গোলা-গুলি নিক্ষেপ করে। গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড ব্যবহার করেছিল জঙ্গিরা। সেনা সূত্রের আরও খবর, ওই এলাকায় জঙ্গি মোকাবিলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। তাঁরা শহিদ হন।