নয়াদিল্লি : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির প্রতিবাদে আজ দেশজোড়া প্রতিবাদে নামছে AAP। বিজেপির বিরুদ্ধে পথে নামছে কেজরিওয়ালের দল, এমনই ঘোষণা করেছেন দলীয় নেতা গোপাল রাই। আবগারি দুর্নীতি মামলায় গতকাল ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে দিল্লির মন্ত্রী বলেন, "বিজেপি এজেন্সিকে পাঠিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করিয়েছেন। এটা গণতন্ত্রের হত্যা। এই গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার বেলা ১০টা থেকে আমরা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে নামব। এই প্রতিবাদের মঞ্চটা হবে খোলা। যারা একনায়কতন্ত্রের বিরুদ্ধে, তাদেরই স্বাগত।"
কংগ্রেস ইতিমধ্যেই ইন্ডিয়া ব্লকের সদস্য দলগুলির সমর্থনের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আপ নেত্রী অতিশী। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে মোদি সরকারকে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, 'ভীত স্বৈরাচারী শাসক, মৃত গণতন্ত্র দেখতে চায়। সংবাদমাধ্যম সমেত সব প্রতিষ্ঠানগুলিকে কব্জা করা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে দেওয়া, কর্পোরেট সংস্থার থেকে টাকা তোলা, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াও 'অসুর শক্তি'র জন্য কম ছিল, তাই এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীর গ্রেফতারিও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। INDIA এর জবাব দেবে।' প্রসঙ্গত, কেজরিওয়ালের গ্রেফতারির পর এর্নাকুলামে ইডির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আপ কর্মীরা। এদিকে ইডির গ্রেফতারির প্রতিবাদে সুপ্রিম কোর্টে যান কেজরিওয়াল। যদিও গতরাতে বিশেষ কোনও শুনানি হয়নি। সূত্রের খবর, কেজরিওয়ালের আবেদন শোনার জন্য কোনও বিশেষ বেঞ্চ তৈরি করা হয়নি বৃহস্পতিবার রাতে।
হেমন্ত সোরেনের পর এবার অরবিন্দ কেজরিওয়াল । আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার করা হয়। গ্রেফতারির জেরে ইডি-র সদর দফতরের লক আপে রাত কাটালেন কেজরিওয়াল। রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে খবর সূত্রের। ইডি সূত্রে খবর, আজ সকালে জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সকাল ১০টার পর দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে আপের।
আবগারি মামলায় এর আগে বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। তার আগে দিল্লির প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে আপের রাজ্য়সভার সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে