নয়াদিল্লি : সরকারি বাসভবন ছেড়ে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৬ ফ্ল্যাগস্টাফ রোডে থাকা ওই বাসভবন থেকে এদিন সপরিবারে বেরিয়ে আসেন কেজরিওয়াল। আপাতত লুটিয়েন জোনের নতুন ঠিকানায় উঠবেন তিনি। বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এদিন সরকারি বাসভবন ছেড়ে চলে যেতে দেখা যায় আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ককে। মাণ্ডি হাউসের কাছে ৫ নম্বর ফিরোজ শাহ রোডে দলীয় সদস্য অশোক মিত্তলের সরকারি বাসভবনের উদ্দেশে রওনা দেন তিনি। পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য মিত্তল। তাঁকে মধ্য দিল্লির এই ঠিকানায় বাংলো বরাদ্দ করা হয়েছে।


আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই ভোটে দিল্লিবাসীর কাছ থেকে "সততার শংসাপত্র" পাওয়ার পরই আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন তিনি, এই মন্তব্য করে গতমাসে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কেজরিওয়াল। এর আগে তিনি জানিয়েছিলেন, নবরাত্রির শুভ মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবন ছেড়ে দেবেন। 


আবগারি দুর্নীতি মামলায় জামিনে বেরিয়ে আসার পর আচমকাই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করেন তিনি। এর পর, ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। পদত্যাগের পরও মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবনেই থাকছিলেন কেজরিওয়াল। সেই আবহেই সরকারি বাংলো ছাড়ছেন বলে ঘোষণা হয়। ফিরোজ শাহ রোডের যে বাংলোয় আপাতত উঠছেন কেজরিওয়াল, সেখান থেকে আম আদমি পার্টির দলীয় কার্যালয়ের দূরত্ব সামান্যই। পাশাপাশি, নিজের নির্বাচনী কেন্দ্র নয়াদিল্লিতে কাজেও সুবিধা হবে।


মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেজরিওয়াল জানিয়েছিলেন, মানুষের আদালতে নিজেকে তুলে দিচ্ছেন তিনি। মানুষ যদি তাঁর পক্ষে রায় দেন, তবেই ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। কেজরিওয়াল জানান, জামিনে মুক্তি পেলেও ১৫-২০ বছর মামলা চলতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। তাই মানুষের আদালতে নিজেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় তিনি দোষী না নির্দোষ, তা মানুষই ঠিক করবেন।


কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর ওই আসনে বসেছেন দলের নেত্রী অতিশী। পরবর্তী বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি ওই পদে থাকবেন বলে জানা গিয়েছে। তবে কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তকে 'মাস্টারস্ট্রোক' বলে উল্লেখ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।