রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভয়াবহ ভাঙনের কবলে মুর্শিদাবাদের (Murshidabad Erosion) সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। ভাঙনের জেরে গঙ্গায় তলিয়ে গেছে একাধিক বাড়ি ও চাষের জমি। আসবাব ও প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর ছাড়ছেন গঙ্গা তিরবর্তী এলাকার বহু মানুষ। ভাঙন বাড়লে আরও বহু বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।                     

  


ফের ভাঙন আতঙ্ক: শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধি হতেই গঙ্গায় তলিয়ে গেল একাধিক বাড়ি। তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। এলাকা জুড়ে যেন আতঙ্কের থবি। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় সরঞ্জাম তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশের একাধিক পরিবার বাড়ির শেষ সম্বলটুকু নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।                       


তবে দুর্যোগ থেকেই এখনই মিলবে না রেহাই। আজ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোতে দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পার। আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। আগামীকাল শনিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Medical College Corruption: দুই মেডিক্যাল কলেজে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়