তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাল্টা কেজরীকে তিনি লেখেন, “আপনি কি মহিলাদের যোগ্য বলে মনে করেন না?” সেই সঙ্গে কেজরীবালের এই মন্তব্যকে নারীবিরোধী বলে আখ্যা দেন স্মৃতি।
স্মৃতির মন্তব্যকে পাল্টা কটাক্ষ করে কেজরী বলেন, “দিল্লির মহিলারা ঠিক করে ফেলেছেন কাকে ভোট দেবেন।”
দিল্লি বিধানসভার দখল কার হাতে থাকবে? তা নির্ধারণ করতেই আজ, শনিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে রাজধানীতে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দিল্লিতে এবার মূলত ত্রিমুখী লড়াই হলেও নজরে কিন্তু বিজেপি বনাম আপ। দিল্লির শাসনে আগামী ৫ বছর কারা থাকছেন, তা জানা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি।