১৯৬৪ সালে মুম্বইয়ে ভূমিষ্ঠ হওয়া অমিত শাহ যুবক বয়স থেকেই বিজেপির আদর্শগত পথপ্রদর্শক আরএসএসের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন তিনি। ২০১৪-য় মোদি প্রধানমন্ত্রী হন। সে বছরই বিজেপির জাতীয় সভাপতি পদে আরোহন হয় অমিতের। দলের রাশ হাতে নিয়ে উত্তরপূর্ব ভারত সহ দেশের একাধিক রাজ্যে বিজেপিকে ক্ষমতায় বসান তিনি। ২০১৪য় উত্তরপ্রদেশেও বিজেপির ইনচার্জ পদে ছিলেন অমিত। বিধানসভা নির্বাচনে রাজ্যে ৮০-র মধ্যে ৭৩টি আসনে বিজেপির জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বিজেপির প্রচার অভিযান সামলেছিলেন, পাশাপাশি প্রচারও করেছিলেন তিনি। ৩০৩টি আসন পেয়েছিল বিজেপি। ১৯৭১ সালের পর থেকে প্রথম কোনও দল এমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। গাঁধীনগর কেন্দ্র থেকে রাজনৈতিক কেরিয়ারে প্রথম সাংসদ নির্বাচিত হয়ে মোদি সরকারের দ্বিতীয় দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পান অমিত। অমিত শাহ ৫৬, ভারতের সেবায় দীর্ঘ জীবন দিন ঈশ্বর, শুভেচ্ছা-ট্যুইট প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2020 02:47 PM (IST)
২০১৪-য় মোদি প্রধানমন্ত্রী হন। সে বছরই বিজেপির জাতীয় সভাপতি পদে আরোহন হয় অমিতের। দলের রাশ হাতে নিয়ে উত্তরপূর্ব ভারত সহ দেশের একাধিক রাজ্যে বিজেপিকে ক্ষমতায় বসান তিনি।
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৫৬-তম জন্মদিনে শুভেচ্ছবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্যুইট করে মোদি বলেছেন, শ্রী অমিত শাহজিকে জন্মদিনের শুভকামনা। যে দায়বদ্ধতা, চমত্কারিত্ব, দক্ষতার সঙ্গে ভারতের উন্নয়নে তিনি অবদান রাখছেন, তা আমাদের দেশ দেখছে। বিজেপিকে আরও শক্তিশালী করতে তুলতে তাঁর প্রয়াসও উল্লেখ করার মতো। ভারতের সেবায় ঈশ্বর তাঁকে দীর্ঘ ও সুস্থ জীবন দিন।