LIVE UPDATES: প্রবেশ ভার্মার বক্তৃতার সময় লোকসভায় ওয়াক আউট বিরোধীদের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Feb 2020 03:47 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় আজ সকাল থেকে উত্তাল হল সংসদ। লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলতে উঠলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, গোলি মারনা...More

রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাবে বিজেপি সাংসদ প্রবেশ সাহিব সিংহ ভার্মা বক্তৃতার সময় লোকসভায় ওয়াক আউট বিরোধী সাংসদদের। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে অনুরাগ ঠাকুরকেও বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হয়।