নয়াদিল্লি: কালো টাকার রমরমা রুখতে রাতারাতি নোটবন্দির সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সাত বছর পর পরিস্থিতি কি আদৌ বদলেছে? রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তথ্য কিন্তু অন্য কথা বলছে। RBI জানিয়েছে, ২০২৪-'২৫ সালে দেশে ৫০০ টাকার জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার। ব্য়াঙ্কেও ঢুকছে সেই জাল নোট। ৫০০ টাকার জাল নোটে ৩৭.৩ শতাংশ বৃদ্ধি চোখে পড়ছে বলে জানিয়েছে RBI. আর সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই ৫০০ এবং তার বেশি অঙ্কের নোট বাতিল করার দাবি তুললেন কেন্দ্রে বিজেপি সরকারের শরিক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। (RS 500 Notes)

RBI জানিয়েছে, ২০২৪-'২৫ অর্থবর্ষে নতুন নকশার ৫০০ টাকার জাল নোট পাওয়া গিয়েছে ১ লক্ষ ১৮ হাজার, যাক মূল্য় ৫.৮৮ কোটি। ২০২৩-'২৪ অর্থবর্ষে জাল ৫০০ টাকার নোট পাওয়া যায় ৮৫ হাজার ৭১১টি, যার বাজারমূল্য ছিল ৪,২৮ কোটি। RBI এবং দেশের ব্যাঙ্কগুলিতে এই জাল নোট ঢুকেছে বলে জানা যাচ্ছে। বাজারে কী পরিমাণ জাল নোট ঘুরছে, এ থেকেই আঁচ করা যায় বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। (Chandrababu Naidu)

RBI-এর তথ্য অনুযায়ী, শুধু ৫০০ টাকার নোটই নয়, ২০০ টাকার নোটও দেদার জাল করা হচ্ছে। ২০০ টাকার জাল নোট ১৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০২৪-'২৫ অর্থবর্ষে। RBI এবং ব্যাঙ্কগুলি ৩২ হাজার ৬৬০টি ২০০ টাকার জাল নোট হাতে পেয়েছে, যার মূল্য ৬৫ লক্ষ ৩২ হাজার টাকা। আগের বছর এই অঙ্ক ছিল ৫৭ লক্ষ ৩৪ হাজার টাকা। সেবার ২৮ হাজার ৬৭২টি নোট মেলে।

২০২৪-'২৫ অর্থবর্ষে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার জাল নোটর হার যথাক্রমে ছিল ৩২.৩, ১৪, ২১.৮ এবং ২৩ শতাংশ। তবে ২০০০ টাকার জাল নোটের হারে বেশ পতন দেখা গিয়েছে। ২০২৪-'২৫ অর্থবর্ষে RBI এবং ব্যাঙ্কগুলি ৩৫০৮টি ২০০০ টাকার জাল নোট হাতে পায়। ২০২৩-'২৪ অর্থবর্ষে  এই সংখ্যা ছিল ২৬ হাজার ৩৫টি। অর্থাৎ ২০০০ টাকার জাল নোট ৮৬.৫২ শতাংশ পতন দেখা যাচ্ছে। ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিয়েছে সরকার, তার ফলেই ২০০০ টাকার জাল নোটের সংখ্য়া কমছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। যে পরিমাণ ২০০০ টাকার নোট ছাপা হয়েছিল, তার ৯৮.২১ শতাংশই RBI-এর কাছে ফেরত গিয়েছে।

সবমিলিয়ে এপ্রিল ২০২৪- থেকে মার্চ ২০২৫ পর্যন্ত ২.১৭ লক্ষ জাল নোট উদ্ধার করেছে RBI এবং ব্যাঙ্কগুলি,তার আগের বছর এই সংখ্যা ছিল ২.২২ লক্ষ। এর মধ্যে ৪.৭ শতাংশ জাল নোট RBI-এর রিজার্ভ ব্য়াঙ্কে পাওয়া যায়, ৯৫.৩ শতাংশ অন্য ব্যাঙ্কগুলিতে। আর এই পরিস্থিতিতেই ৫০০ এবং তার বেশি অঙ্কের টাকা বাজার থেকে তুলে নেওয়ার দাবিতে সরব হয়েছেন অন্ধ্রের মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু। ৫০০ টাকার নোট নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি। দুর্নীতি রুখতে গেলে ডিজিটাল লেনদেনে জোর দিতে হবে বলে মত তাঁর। তাঁর বক্তব্য, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিজিটাল কারেন্সি রিপোর্ট জমা দেওয়ার সময় একটাই অনুরোধ করি আমি যে, ৫০০, ১০০০, ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করুন। ডিজিটাল মুদ্রার উপর জোর দিন। এতে দুর্নীতি হলেও ধরে ফেলতে পারব আমরা। আমি ওঁর কাছে সুপারিশ করেছি। ৫০০, ১০০০, ২০০০ টাকার নোটের কোনও প্রয়োজনই নেই।"