কলকাতা: কেন্দ্রীয় বাজেটে করছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন মধ্যবিত্ত (RBI Repo Rate)। কিন্তু বুধবার ফের খাঁড়া নেমে এল সাধারণ মানুষের জীবনে। এ দিন ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে গাড়ি, বাড়ি সহ বিভিন্ন ব্যাঙ্ক ঋণে সুদের হার বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তর। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Reserve Bank of India)। 


ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া


বুধবার রেপো রেট বৃদ্ধির ঘোষণার পরই এ নিয়ে মুখ খোলেন বাংলার মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আদানিকে প্রচুর টাকা দিয়ে ক্ষতি হয়ে গিয়েছে। তাই এখন সাধারণ মানুষের উপর চাপ বাড়িয়ে ব্যাঙ্কগুলিকে বাঁচানোর চেষ্টা।"


তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়ও এ নিয়ে মুখ খোলেন। ট্যুইটারে লেখেন, 'সুদের বোঝা বাড়ল। ঋণ এখন আরও মহার্ঘ। ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে হার ৬.৫ শতাংশ। এই নিয়ে পর পর ষষ্ঠ বার। ৭ লক্ষ পর্যন্ত করছাড়ের ঊর্ধ্বসীমা বেড় যাওয়ায় যে স্বস্তি পেয়েছিলেন মধ্য়বিত্ত, এখন এই অবস্থা হল'।



আরও পড়ুন: FD Rates Hike: ফিক্সড ডিপোজিটে ১০ শতাংশ সুদ ! শীঘ্রই হতে পারে ঘোষণা


কংগ্রেসের বক্তব্য, 'মূল্যবৃদ্ধির আরও এক আঘাত। ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এখন হার ৬.৫০ শতাংশ।  এখন ঋণের উপর বেশি সুদ দিতে হবে আপনাকে। অচ্ছে দিন আনার কথা ছিল। এখন তোলাবাজির দিন চলছে'।


 পশ্চিমবঙ্গ কংগ্রেস সেবাদলের বক্তব্য, "মুদ্রাস্ফীতির মধ্যে আরও এক ধাক্কা। ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে হার ৬.৫০ শতাংশ। অর্থাৎ ঋণের উপর সুদের বোঝা চাপল আরও। অচ্ছে দিনের প্রতিশ্রুতি ছিল। সেরে ওঠার চেষ্টা চলছে। মোদি সরকার মানুষ বিরোধী।"


বাড়তে চলেছে বাড়ি, গাড়ির ঋণের বোঝা


পেট্রোল-ডিজেলের দাম লাগামছাড়া। দামি রান্নার গ্যাস। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অগ্নিমূল্য। এই রকম পরিস্থিতিতে ৫ বছর পর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। কিন্তু বাজেটের সেই স্বস্তির পর উদ্বেগ বাড়িয়ে এ বার বাড়তে চলেছে বাড়ি, গাড়ির ঋণের বোঝা। একবার, দু'বার নয়, এই নিয়ে টানা ছ’বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক।