কলকাতা: বড়পর্দায় একসঙ্গে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও ঋষভ বসু (Rishav Basu)। অংশুমান প্রত্যুষের (Angshuman Pratyush) নতুন ছবি অন্নপূর্ণা (Annapurna)-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির লন্ডনে শ্যুটিংয়ের অংশ। বাকি শ্যুটিং হবে কলকাতায়।                                                                                                                                         


এই ছবিতে দিতিপ্রিয়া ও ঋষভ ছাড়াও রয়েছেন একাধিক জনপ্রিয় মুখ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)। এছাড়াও রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan)  ও শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)।                                                                 


এই ছবির গল্প মা-কে নিয়ে, মায়েদের শ্রদ্ধা জানাতে। ছোট থেকেই আমাদের আগলে রেখে, সমস্ত কিছু শেখান আমাদের মায়েরাই। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমরা যেন ভুলে যাই তাঁদেরও অবদান। এই গল্পও তেমন এক মায়ের। ছোট থেকেই মেয়েকে সমস্ত কিছু শিখিয়ে বড় করেন তিনি। কাজের সূত্রে মেয়ের (দিতিপ্রিয়া) ঠিকানা বদলে হয় লন্ডনে। মেয়ে চায়, মাকে (অনন্যা) লন্ডনে নিয়ে গিয়ে রাখতে, রাজি হয়ে যান মা-ও। কিন্তু সেখানে গিয়েই তাঁকে যেন ঘিরে ধরে একাকিত্ব। আর সেই লন্ডনেই তাঁর সঙ্গী হন অল্পবয়সী একটি ছেলে (ঋষভ)। সে যেন আশার আলো। ওই যুবকই মেয়েটির মা-কে বলেন একটি হোম ডেলিভারির ব্যবসা শুরু করতে। সেখান থেকেই ঘুরে যায় গল্পের মোড়।                                                                                                                                                   


আরও পড়ুন: Siddharth Malhotra Kiara Advani: নববধূকে আগলে রাখলেন 'শেরশাহ', বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে সিদ্ধার্থ কিয়ারা


এই ব্যবসা নিয়েই শুরু হয় মনমালিন্য। লন্ডন থেকে কলকাতায় ফিরে আসেন মা অনন্যা। সেখানেই 'মায়ের হেঁশেল' নামে একটি রেস্তোরাঁ খোলেন তিনি। এই পুরো কাজেই তাঁকে উৎসাহ দেন ঋষভ। এই ছবি তুলে ধরবে এমন এক মায়ের গল্প যাঁর অনেক সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু কেমন ছেলেমেয়েদের বড় করার তাগিদে তিনি নিজেকে সংসারেই আটকে রাখেন।


'অন্নপূর্ণা' পৃথিবীর সমস্ত মায়েদের প্রতিই শ্রদ্ধার্ঘ্য। এই ছবির মুক্তির দিন এখনও প্রকাশ্যে আসেনি।