নয়া দিল্লি: সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে সাফল্যের প্রমাণ হিসাবে একটি ছবি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হাতে তুলে দেন আসিম মুনির। সেই ছবিতেই ধরা পড়েছে পাকিস্তানের মিথ্যাচার। যা নিয়ে নানা মহলে নানা বক্তব্য উঠে এসে। হাসিঠাট্টাও হয়েছে। এই প্রেক্ষাপটে প্রাক্তন পাক সেনাপ্রধান আসিম মুনিরকে কটাক্ষ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি।
ওই ছবি দেখিয়ে দাবি করা হয়েছে, ছবিটি ভারতের ওপর হামলার। পরে দেখা যায় সেটি আসলে চিনা যুদ্ধ অনুশীলনের ছবি। অপারেশন সিঁদুরের পাল্টা বুনইয়ান-উল-মারসুস অভিযান চালায় ইসলামাবাদ। সেই সাফল্যকে ওই ছবি দিয়ে বোঝানো হয়। নেটিজেনদের দাবি, শরিফ-কে দেওয়া ভারতের বিরুদ্ধে পাক হামলার সাফল্যের ছবিটি আসলে চিনা সামরিক মহড়ার একটি পুরনো ছবি। ছবিটি আসলে গত পাঁচ বছরে একাধিকবার ব্যবহার করা হয়েছে।
এই বিষয়ে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, 'পাকিস্তান সবসময়ই ভারতের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়। কিন্তু সেই যোগ্যতা ওদের নেই। না হলে চিনের যুদ্ধের ছবি নিজেদের সাফল্যর বি বলে চালায়। তাও সেটা আবার ফিল্ড মার্শাল তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর হাতে। এই তো অবস্থা। আসলে নকল করনে কি লিয়ে আকল চাহিয়ে (নকল করতেও বুদ্ধি লাগে)।'
শুধু তাই-ই নয়, আসিম মুনিরকে এই কাজের জন্য 'স্টুপিড জোকার'ও বলেছেন আসাদউদ্দিন ওয়াইসি।
ছবি-বিতর্ক
পাক সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। তার পরই বুনইয়ান-উল-মারসুসের সাফল্য উদযাপনে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন মুনির। সেখানে শাহবাজ ছাড়াও পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, বিদেশমন্ত্রী ইশাক দার-সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব হাজির ছিলেন। সেখানেই অপারেশন বুনইয়ান-উল-মারসুসের একটি ছবি শাহবাজকে দেন আসিম মুনির।
অপারেশন বুনইয়ানের ছবি নাকি? এতো চিনা ড্রিলের ছবি। কয়েক বছর আগে চিনের সামরিক মহড়ার ছবিকে নিজেদের সাফল্যের খতিয়ান বলে চালিয়ে দিয়েছেন মুনির । তাও আবার এমন হাইপ্রোফাইল অনুষ্ঠানে। নেট মাধ্যমেই জনগণের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী অসীম মুনিরকে ২০১৯ সালের চিনা সামরিক মহড়ার ছবি উপহার দিয়েছেন মুনির।