হায়দরাবাদ: এক দুঃস্থ মহিলার আবেদনে সাড়া দিয়ে অন্তত ৩০টি গরিব হিন্দু পরিবারের সাংসারিক প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দিলেন আসাদুদ্দিন ওয়েইসি। হায়দরাবাদ চারমিনারের লাল দরওয়াজা এলাকার বাসিন্দা পরিবারগুলি। এলাকাটা এআইএমআইএম প্রধানের হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।
সেখানকার বাসিন্দা, মাধবী নামে ওই মহিলা ওয়েইসিকে ফোন করে জানান, এলাকার অধিকাংশ পরিবারই গরিবি রেখার (বিপিএল) নীচে বসবাস করে, ঘরে অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী না থাকায় উনুন চড়ছে না, অনাহারে দিন কাটছে।
মাধবী বলেন, আসাদ সাবকে ফোনে বলি, আমার ও আমার পরিবারের মতো অনেকেই লকডাউনের জন্য বাড়ির বাইরে রান্নাবান্নার জিনিসপত্র, আনাজপাতি কিনতে যেতে পারছে না। ওনার সাহায্য চাই। এক ঘন্টার মধ্যেই তিনি স্থানীয় লোকজনকে দিয়ে ৩০ প্যাকেট অতিপ্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দেন। ওনাকে ধন্যবাদ জানাই।
গত শুক্রবার এলাকার পুলিশ, পুরকর্মীদের পাশাপাশি আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) কিট বিতরণ করেন ওয়েইসি। বলেন, কেউ আমার বা আমার দলের কাছে সাহায্য চাইতে এলে জাতপাত-ধর্ম দেখি না। অভাবী মানুষকে সবসময় সাহায্য করি আমরা।
নানা সময়ে বিতর্কিত, বিস্ফোরক মন্তব্য করে শিরোনাম হওয়া ভারতীয় রাজনীতিকদের অন্যতম ওয়েইসি। তবে এবার নিজের কেন্দ্রের অসহায় লোকজনের বিপদে পাশে দাঁড়িয়ে সদর্থক ভাবমূর্তি তৈরি করলেন নিঃসন্দেহে।