করোনার ভ্যাকসিন তৈরি করতে রক্তদান করলেন টম হ্যাঙ্কস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2020 06:43 PM (IST)
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরীর জন্য রক্তদান করলেন টম হ্যাঙ্কস। সম্প্রতি একটি পডকাস্টের মাধ্যমে একথা সামনে আনেন বর্ষীয়ান অভিনেতা। কিছুদিন আগেই করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন টম তাঁর স্ত্রী রিতা উইলসন।
নয়াদিল্লি: করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য রক্তদান করলেন টম হ্যাঙ্কস। সম্প্রতি একটি পডকাস্টের মাধ্যমে একথা সামনে আনেন বর্ষীয়ান অভিনেতা। কিছুদিন আগেই করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন টম তাঁর স্ত্রী রিতা উইলসন। শ্যুটিং চলাকালীনই করোনা আক্রান্ত হয়ে পড়েন টম ও রিতা। ২ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর করোনামুক্ত হয়ে সস্ত্রীক লস এন্জেলন্সে ফিরে আসেন টম। এরপরেই নিজেদের রক্ত ও প্লাজমা ডোনেট করার সিদ্ধান্ত নেন তাঁরা। করোনামুক্ত হওয়ার জন্য তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরী হয়েছে বলে অনুমান। সেই অ্যান্টিবডি যদি করোনার ভ্যাকসিন তৈরিতে কাজে আসে সেজন্য নিজেদের প্লাজমা ও রক্ত দান করেন টম হ্যাঙ্কস ও রিতা উইলসন। তাঁরা বলেন, কেউ তাঁদের অনুরোধ করেননি। এই সিদ্ধান্ত সম্পূর্ণ নিজেদের। টমের থেকেও করোনায় বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন পত্নী রিতা। একথাও জানান অভিনেতা।