কলকাতা: এই প্রথম নয়, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, টলিউড থেকে বলিউডের দিকে পা বাড়িয়েছেন অনেকেই। আর এবার সেই দলে নাম লেখালেন পর্দার ব্যোমকেশও (Byomkesh)। আজ মুক্তি পেল আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত নতুন ওয়েব সিরিজ 'অবরোধ ২' ( Avrodh Season 2)-এর টিজার।
ইঙ্গিত মিলেছিল আগেই। ২০২১ সালের পুজোয় প্রথমবার কলকাতার বাইরে ছিলেন আবীর। সেই সময় এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে আবীর বলেছিলেন, 'এই মুহূর্তে আমি বেশ কিছু নিয়মে বাঁধা, তাই সবটা খোলসা করে বলতে পারব না। তবে এইটুকু বলব, জীবনে এই প্রথমবার পুজোয় আমি কলকাতায় থাকতে পারছি না, আর সেটা কাজের জন্যই। একদম নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনখারাপটাকেও বশে রাখতে হবে। এই প্রথম পরিবার, বন্ধু, পুজোর অনুষ্ঠান সবকিছু থেকে অনেক দূরে। তবে এটা নতুন একটা চ্যালেঞ্জ আমার জন্য। সবটা নিয়ে বিষয়টা আমার কাছে কঠিন আবার বেশ উত্তেজনারও।'
আরও পড়ুন: Vicky Kaushal Birthday: স্বপ্নসুন্দরীকে চুম্বন, 'নিউ ইয়র্ক ওয়ালা বার্থ ডে' কেমন কাটল ভিকি কৌশলের?
আর আজ মুক্তি পেল 'অবরোধ ২'-এর টিজার। নিজের সোশ্যাল মিডিয়ায় এই টিজার শেয়ার করে নিয়েছেন আবীর। সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এই সিরিজে একজন আর্মি অফিসারের ভূমিকায় দেখা যাবে আবীরকে। টিজারে সামনে এসেছে তাঁর লুকও।
এই সিরিজে আবীরের সঙ্গে দেখা যাবে আহানা কুমার সহ একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীকে। এর আগে দর্শকদের জনপ্রিয়তা পেয়েছিল 'অবরোধ'। সেই সিরিজেরই সিক্যুয়াল 'অবরোধ ২'।
আঝ সোশ্যাল মিডিয়ায় এই টিজার শেয়ার করে আবীর লিখেছেন, 'একটা নতুন যাত্রার শুরু। খুব তাড়াতাড়ি অপেক্ষা শেষ হবে। রইল ওয়েব সিরিজ 'অবরোধ ২'-এর টিজার। খুব তাডা়তাড়ি আসতে চলেছে সোনি লিভে।