নয়াদিল্লি: রাত পোহালেই গণনা শুরু। শুধু এরাজ্যেই নয়, তালিকায় আছে কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরি। আর গণনার আগে কোভিড বিধি সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করল পড়শি রাজ্য অসম। রাজ্যজুড়ে নাইট কার্ফুয়ের মেয়াদ বাড়িয়েছে অসম সরকার।
গণনার দিন বা তার পরে কোনওরকম বিজয় মিছিল করা যাবে না বলে সাফ জানিয়েছিল নির্বাচন কমিশন। এবার ৭ মে পর্যন্ত নাইট কার্ফু ঘোষণা করল রাজ্য। একইসঙ্গে গণনার দিনও কোভিড পালনে জোর দিয়েছে অসমের প্রশাসন। বিবৃতি জারি করে অসম সরকার জানিয়েছে, ২ মে রাজ্যে ভোট গণনার দিন বা তার পরে কোনও বিজয় মিছিল বা কোনও জমায়েত করা যাবে না। একইসঙ্গে বলা হয়েছে, বিজয়ী প্রার্থী সঙ্গে দুজনকে নিয়ে জয়ের সার্টিফিকেট আনতে যেতে পারবেন। কোনওরকম আতসবাজি বা শব্দবাজি পোড়ানো যাবে না। প্রত্যেককে মাস্ক পরতে হবে। তাও সাফ জানিয়েছে রাজ্য সরকার।
এদিকে আজই শেষ হওয়ার কথা ছিল অসমের নাইট কার্ফুর। কিন্তু করোনা মোকাবিলায় তার মেয়াদ বাড়াল সরকার। রাত ৮টা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে কার্ফু জানিয়েছে সরকার। এদিকে রাজ্যে দৈনিক সংক্রমণ পেরিয়ে গিয়েছে ৩ হাজার। তাতে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন।
নির্দেশিকায় অসম সরকার জানিয়েছে, নাইট কার্ফু চলাকালীন বন্ধ থাকবে সব দোকান। শুধুমাত্র জরুরি পরিষেবা মিলবে। যার মধ্যে রয়েছে, হাসপাতাল, ওষুধের দোকান, বিদ্যুৎ পরিষেবা, জল এবং স্যানিটাইজেশন, গণপরিবহন। রাজ্য এবং কেন্দ্রের আধিকারিক সহ যাঁরা নির্বাচন সংক্রান্ত কাজ করবেন, তাঁদের সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
উল্লেখ্য, গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ হাজার ১৯৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ১২৩। একদিনে রেকর্ড গড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮১। বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৮২৬।