ভুবনেশ্বর: ওড়িশার বিজেপুর বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জিতল শাসক দল বিজু জনতা দল(বিজেডি)। গত লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোট হয়েছিল ওড়িশায়। সেই সময় নিজের পুরনো আসন হিঞ্জিলির পাশাপাশি বিজেপুর থেকেও প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দুটি জায়গা থেকেই জেতেন তিনি। কিন্তু, পুরনো আসন রেখে দিয়ে বিজেপুর আসনটি ছেড়ে দিয়েছিলেন। যে কারণে, এই আসনে উপ-নির্বাচন প্রয়োজন হয়ে পড়েছিল।
আসন ছেড়ে দেওয়ার জন্য বিজেপুরে ভোটপ্রচারে পট্টনায়েকের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলে বিরোধী বিজেপি ও কংগ্রেস। তাদের দাবি, বিজেপুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, ভোটবাক্সে যে তার প্রভাব পড়েনি, ফলাফলেই প্রমাণিত। বলা যেতে পারে, উল্টো ফলই হয়েছে। বিজেডি প্রার্থী রীতা শাহু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সনৎ গাদতিয়ার থেকে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন।