চন্ডিগড়: পঞ্জাবে চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে তিনটিতে এগিয়ে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস, একটি এগিয়ে শিরোমণি অকালি দল (এসএডি)। ঢাকা, জালালাবাদ, মুকেরিয়ান ও ফাগওয়ারা আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। গত ২১ অক্টোবর এই চার আসনে ভোটগ্রহণ করা হয়।
ফাগওয়ারা আসনের বিধায়ক হোসিয়ারপুর আসন থেকে লোকসভা নির্বাচিত হওয়ায় এই আসনের উপনির্বাচনের প্রয়োজন হয়।
এরমধ্যে ঢাকা আসনের উপনির্বাচনের লড়াইয়ের দিকে নজর রাজনৈতিক মহলের। এই আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস ও এসএডি-র। এই আসনে মুখ্যমন্ত্রী অমরিন্দার সিংহর রাজনৈতিক সচিব সন্দীপ সাঁধু কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এই আসনে তাঁর লড়াই এসএডি-র মনপ্রিত সিংহ আয়ালি। প্রাক্তন আপ নেতা তথা সুপ্রিম কোর্টের আইনজীবী এইচএস ফুলকা গত বছরের অক্টোবরে বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় এই আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়।
এসএডি প্রধান সুখবীর সিংহ বাদল ফিরোজপুর আসন থেকে লোকসভায় নির্বাচিত হওয়ার পর জালালাবাদ বিধানসভা আসনটি শূন্য হয়।
পঞ্জাব উপনির্বাচন: কংগ্রেস এগিয়ে তিন আসনে, শিরোমণি অকালি দল একটিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2019 11:50 AM (IST)
পঞ্জাবে চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে তিনটিতে এগিয়ে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস, একটি এগিয়ে শিরোমণি অকালি দল (এসএডি)। ঢাকা, জালালাবাদ, মুকেরিয়ান ও ফাগওয়ারা আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। গত ২১ অক্টোবর এই চার আসনে ভোটগ্রহণ করা হয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -