নয়াদিল্লি : মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Madhya Pradesh New CM) হচ্ছেন মোহন যাদব (Mohan Yadav)। বিদায়ী রাজ্য সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। এবার উজ্জৈন দক্ষিণ আসন থেকে জয়লাভ করেন। উজ্জৈন জেলার তিন বারের বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়াকে, মধ্যপ্রদেশে গেরুয়া শিবিরের বর্ষীয়ান রাজনীতিক শিবরাজ সিং চৌহানের রাজনৈতিক যাত্রার শেষের শুরু বলে ব্যাখ্যা করছে একাংশ রাজনৈতিক মহল। এদিকে পরের বছর লোকসভা নির্বাচনের আগে দুই উপমুখ্যমন্ত্রীও বেছে নিয়েছে বিজেপি। তাঁরা হলেন- জগদীশ দেওরা ও রাজেশ শুক্লা।


 






প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে মধ্যপ্রদেশের অধ্যক্ষ হিসাবে বেছে নেওয়া হয়েছে। অথচ জল্পনা ছিল, তোমর, যিনি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন মন্ত্রকের দায়িত্বে ছিলেন, তিনি মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন।


নতুন দায়িত্ব পাওয়ার ঘোষণায় স্বভাবতই আপ্লুত মোহন যাদব বলেন, "আমি দলের একজন সাধারণ কর্মী। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালবাসা এবং সমর্থনে, আমি নিজের দায়িত্ব পূরণ করার চেষ্টা করব।"