Assembly Election Result 2023 Live: 'আত্মনির্ভর ভারতের সংকল্প জয়ী হয়েছে', বিজেপির সাফল্য-'মন্ত্র' তুলে ধরলেন মোদি
Assembly Elections Result 2023 Live Updates: চব্বিশের আগে আজ ৪ রাজ্যের রায়। মরুরাজ্য রাজস্থানের সিংহাসনে কে? কার দখলে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা?
মধ্যপ্রদেশে সংখ্যা গরিষ্ঠতা অর্জন বিজেপির। ইতিমধ্যেই ১২৭টি আসনে জয়ী গেরুয়া শিবির। ২৩০ আসনের বিধানসভায় ঐতিহাসিক জয়ের পথে বিজেপি।
'তেলঙ্গানাতেও ক্রমশ বিজেপির প্রতি সমর্থন বাড়ছে'। সুশাসনের জয় হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে ঐতিহাসিক জয়। এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে।' মন্তব্য মোদির।
'যে ভোটই বিজেপি লড়ুক, নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। চ্যালেঞ্জও গ্রহণ করেন।' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।
ফল বেরোতেই ফুলের তোড়া নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে, তেলঙ্গানার ডিজিপিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে জয়ের পথ প্রশস্থ। লোকসভা ভোটের আগে যা বিজেপিকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, কর্ণাটকে হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে যেতে হয়েছিল বিজেপিকে। পুনরায় হিন্দি বলয়ের তিন রাজ্যের গেরুয়া শিবিরের জয়জয়কারে উচ্ছ্বসিত নেতা-কর্মী-সমর্থকরা। বিজেপির এই সাফল্যের জন্য ভোটারদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে তুলে ধরলেন সুপ্রশাসন ও উন্নয়নের কথা।
'৩ রাজ্যের মানুষ আজ যে রায় দিয়েছেন, অদূর ভবিষ্যতে এই রাজ্যের ভোটেও তার প্রতিফলন হতে চলেছে'। '২০২৪-এর ১৫ অগাস্ট লালকেল্লায় মোদি আর রেড রোডে দিদি ভাষণ দেবেন'। 'কিন্তু ২০২৫-এ দিদি থাকবেন কিনা জানা নেই'। 'রাজ্যে পরের ভোটে মানুষ মুখিয়ে আছে তৃণমূলকে, মুখ্যমন্ত্রীকে বিশ্রাম দেওয়ার জন্য'। 'লোকসভা ভোটে অমিত শাহর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ৩৫ আসন এবার পার করবেই বঙ্গ বিজেপি'। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে বিপুল জয়ের পর দাবি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর।
বিশায় ব্যবধানে জয়লাভ বসুন্ধরা রাজের। ৫৩ হাজার ১৯৩ টি ভোটে জয়লাভ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝালরাপটনের বিজেপি প্রার্থী ।
মোদি ম্যাজিক অটুট, লোকসভা ভোটের সেমিফাইনালে ৩ রাজ্যে গেরুয়া ঝড়। রাজস্থান ও মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়েও ম্যাজিক ফিগার পার বিজেপির। ক্ষমতা দখলের পথে কংগ্রেসের থেকে অনেক এগিয়ে পদ্ম-শিবির। তেলঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখলের পথে কংগ্রেস। লোকসভা ভোটের আগে কার্যত ছাপ ফেলতে পারল না কংগ্রেস। মোদিতেই আস্থা রাজস্থান ও মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের। ছত্তীসগঢ়ে দুর্নীতির অভিযোগেই ঘায়েল ভূপেশ বাঘেল। রাজস্থানে ম্যাজিক দেখাতে পারলেন না অশোর গহলৌত। মধ্যপ্রদেশে জনমুখী প্রকল্পেই বাজিমাত শিবরাজ সিংহ চৌহানের।
মোদি ম্যাজিকে ৩ রাজ্যে বিজেপির ঝড়। সন্ধে ৬টায় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৩ রাজ্য দখল নিশ্চিত বিজেপির। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে সরকার গড়তে চলেছে বিজেপি। বড় ব্যবধানে ৩ রাজ্যে ধরাশায়ী কংগ্রেস।
লোকসভা ভোটের আগে বিজেপির জয়জয়কার। সেমিফাইনালে বিজেপির 'ছক্কা', 'আউট' কংগ্রেস। হিন্দি বলয়ের হৃদয়ে মোদি, ধরাশায়ী কংগ্রেস। ৪ রাজ্য়ের মধ্য়ে ৩ রাজ্য়েই সিংহাসনের পথে বিজেপি। মোদি-ঝড়ে ৩ রাজ্য়ে দাঁড়াতেই পারল না কংগ্রেস। মোদিতেই পূর্ণ আস্থা হিন্দি বলয়ের। ৫ বছরেই রাজস্থান, ছত্তীসগঢ়ে ধূলিসাৎ কংগ্রেস। ১৬ বছর পরও ফের মধ্য়প্রদেশের পছন্দ বিজেপি। কমলনাথের রাজ্য়ে ফের ফুটল বিজেপির 'কমল'। 'হাত'-এর ভরসা শুধু তেলঙ্গানা, দক্ষিণের পার্টিতে পরিণত হল কংগ্রেস।
রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে একাই দাপট দেখালো পদ্ম শিবির। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই সিংহাসন দখলের পথে বিজেপি। ছত্তীসগঢ়ে বিজেপি ৪৬ শতাংশ ভোট পেয়েছে। রাজস্থানে ৪২ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। মধ্যপ্রদেশে ৪৯ শতাংশ ভোট পেয়েছে গেরুয়া শিবির। তেলঙ্গানায় ১৪ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।
লোকসভা ভোটের আগে বিজেপির জয়জয়কার। সেমিফাইনালে বিজেপির 'ছক্ক', কংগ্রেস 'আউট'। ৫ বছরেই রাজস্থান, ছত্তীসগঢ়ে ধূলিসাৎ কংগ্রেস। ১৬ বছর পরেও ফের মধ্যপ্রদেশের পছন্দ বিজেপি। তিন রাজ্যের গেরুয়া ঝড়ে উজ্জীবিত বঙ্গ বিজেপি। মোদি-ঝড়ে ৩ রাজ্যে দাঁড়াতেই পারল না কংগ্রেস। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে সিংহাসন দখলের পথে বিজেপি।
তিন রাজ্যে কার্যত দাগ কাটতে পারল না কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে মোদি-ম্যাজিক। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে জারি গেরুয়া ঝড়। উদযাপনে মেতেছেন কর্মী-সমর্থকরা। তিন রাজ্যে জয়ের পথে বিজেপি। পদ্ম শিবিরে উৎসবের মেজাজ। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই সিংহাসন দখলের পথে বিজেপি।
লোকসভা নির্বাচনের আগে গেরুয়া ঝড় তিন রাজ্যে। ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ- তিন রাজ্যেই ব্যাপক ব্যবধানে এগিয়ে বিজেপি। অন্যদিকে প্রথমবার কংগ্রেসের 'হাত' ধরার পথে তেলঙ্গানা।
লোকসভার সেমিফাইনালে মোদি-ম্যাজিক। তিনরাজ্যে গেরুয়া ঝড়। জমজমাট পদ্ম শিবিরের সেলিব্রেশন। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থান দখলের পথে বিজেপি। ব্যতিক্রম তেলঙ্গানা। ১০ বছর পর তেলঙ্গানায় ক্ষমতা হারাতে চলেছে বিআরএস। তেলঙ্গানায় প্রথমবার সরকার গড়ার পথে কংগ্রেস।
কার্যত সাফ কংগ্রেস। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়- তিন রাজ্যেই অব্যাহত গেরুয়া ঝড়। গেরুয়া আবির, আতসবাজি, মিষ্টিমুখে চলছে উদযাপন। ব্যতিক্রম তেলঙ্গানা। প্রথমবার সেখানে সরকার গড়তে চলেছে কংগ্রেস। শুরু থেকে বিআরএস-কে বড় ধাক্কা দিয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস শিবির।
রাজস্থান এবং মধ্যপ্রদেশ, দুই রাজ্যেই চলছে গেরুয়া ঝড়। সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি। বিভিন জায়গায় শুরু হয়ে গিয়েছে উৎযাপন। রয়েছে উৎসবের মেজাজ। গেরুয়া আবির, আতসবাজি, মিষ্টিমুখে চলছে উচ্ছ্বাস প্রকাশ। ছত্তীসগঢ়েও এগিয়ে গিয়েছে বিজেপি।
তেলঙ্গানায় পালা বদলের ইঙ্গিত? বিআরএস-কে টক্কর দিয়ে অনেকটাই এগিয়ে কংগ্রেস। অন্যদিকে রাজস্থান এবং মধ্যপ্রদেশে চলছে গেরুয়া সেলিব্রেশন। মরুরাজ্যে ফিকে গহলৌত ম্যাজিক। সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শিবরাজ সিংহ চৌহান। ছত্তীসগঢ়ে বিজেপি এগিয়ে রয়েছে ৪৯টি আসনে। মধ্যপ্রদেশে ১৩৬টি আসনে এবং রাজস্থানে ১১৩টি আসনে।
মধ্যপ্রদেশে ১৩৯টি আসনে এগিয়ে বিজেপি, রাজস্থানে এগিয়ে ১১৪টি আসনে। রাজস্থান এবং মধ্যপ্রদেশ, দুই রাজ্য দখলের পথে বিজেপি। এই দুই রাজ্যেই কংগ্রেসের থেকে অনেক এগিয়ে রয়েছে বিজেপি। চলছে গেরুয়া ঝড়। অন্যদিকে ছত্তীসগঢ়ে সেয়ানে সেয়ানে লড়াই চলছে।
ছত্তীসগঢ়ের ভোটগণনা যেন রোলার কোস্টার। কখনও এগিয়ে কংগ্রেস, কখনও বিজেপি। অন্যদিকে উৎসবের মেজাজ রাজস্থান ও মধ্যপ্রদেশ। দুই বড় রাজ্য দখলের পথে বিজেপি। সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শিবরাজ সিংহ চৌহান। তেলঙ্গানায় পালা বদলের ইঙ্গিত? কামারেড্ডিতে পিছিয়ে মুখ্যমন্ত্রী কে সি আর।
দুই দশকের মুখ্যমন্ত্রী কে সি আর পিছিয়ে রয়েছেন তেলঙ্গানার গজওয়েল কেন্দ্রে। পিছিয়ে বিআরএস, এগিয়ে কংগ্রেস। রাজস্থানের টঙ্ক কেন্দ্রে এগিয়ে কংগ্রেসের সচিন পাইলট। ঝালরাপাটনে এগিয়ে বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় পিছিয়ে কংগ্রেসের কমলনাথ। সর্দারপুরা আসনে এগিয়ে মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। বুধনিতে এগিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। দিমনিতে পিছিয়ে বিজেপির নরেন্দ্র সিংহ তোমর। ঝোটওয়াড়ায় এগিয়ে বিজেপির রাজ্যবর্ধন সিংহ রাঠৌড়।
ছত্তীসগঢ়ে বিজেপি এগিয়ে ৪৩টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪৬টি আসনে, অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। তেলঙ্গানায় কংগ্রেস এগিয়ে ৬৫টি আসনে, বিআরএস এগিয়ে ৪৬টি আসনে, বিজেপি এগিয়ে ২টি আসনে, মিম এগিয়ে ৬টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে ১৫৭টি আসনে, কংগ্রেস এগিয়ে ৭২টি আসনে, অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। রাজস্থানে বিজেপি এগিয়ে ১৩০টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬১টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ৮টি আসনে।
মধ্যপ্রদেশ, রাজস্থানে বহু আগে বিজেপি, ছত্তীসগঢ়ে জোর টক্কর, তেলঙ্গানায় বিআরএসকে পিছনে ফেলে এগিয়ে কংগ্রেস
মধ্যপ্রদেশ, রাজস্থানে বহু আগে বিজেপি, ছত্তীসগঢ়ে জোর টক্কর, তেলঙ্গানায় বিআরএসকে পিছনে ফেলে এগিয়ে কংগ্রেস
ছত্তীসগঢ়ে পাটন কেন্দ্রে পিছিয়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছত্তীসগঢ়ে বিজেপি এগিয়ে ৪৪টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪৪টি আসনে
রাজস্থানে বিজেপি ১০০, কংগ্রেস ৮৫টি আসনে এগিয়ে, রাজস্থানের টঙ্কে এগিয়ে কংগ্রেস প্রার্থী সচিন পাইলট
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির। তেলঙ্গানায় বিআরএসকে টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে কংগ্রেস। এক দশকের মুখ্যমন্ত্রী কে সি আর নিজেও ২টি আসনে কামারেড্ডি এবং গজওয়েলে পিছিয়ে রয়েছেন। তেলঙ্গানায় কংগ্রেস এগিয়ে ৬৭টি আসনে এবং বিআরএস ৩৯টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ৬টি আসনে এবং মিম এগিয়ে ৭টি আসনে। অন্যদিকে ছিন্দওয়াড়ায় পিছিয়ে রয়েছেন কংগ্রেসের কমলনাথ। ইনদওরে এগিয়ে রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। রাজস্থানের টঙ্কে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের সচিন পাইলট।
মধ্যপ্রদেশের বুধনিতে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ৯৭টি আসনে এগিয়ে বিজেপি, ৮৯টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্যরা এগিয়ে রয়েছেন ২টি আসনে।
ছত্তীসগঢ়- কংগ্রেস এগিয়ে ৪০টি আসনে। বিজেপি এগিয়ে ৩৫টি আসনে। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। মধ্যপ্রদেশ- বিজেপি এগিয়ে ১১৮টি আসনে। কংগ্রেস এগিয়ে ৯৫টি আসনে। অন্যান্য ৪টি আসনে এগিয়ে। রাজস্থান- বিজেপি এগিয়ে ১০০টি আসনে। কংগ্রেস এগিয়ে ৮৫টি আসনে। অন্যান্য ১৪টি আসনে। তেলঙ্গানা- কংগ্রেস এগিয়ে ৬৬টি আসনে। বিআরএস এগিয়ে ৪০টি আসনে। মিম এগিয়ে ৭টি আসনে। বিজেপি এগিয়ে ৬টি আসনে।
ছত্তীসগঢ়ে অল্প ব্যবধানে এগিয়ে কংগ্রেস। রাজস্থানে এগিয়ে বিজেপি। তেলঙ্গানায় অনেকটা এগিয়ে কংগ্রেস। নজরে ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল। মধ্যপ্রদেশের আকাশে উড়বে কার জয়ধ্বজা? তেলঙ্গানায় পাল্টাবে রাজনৈতিক ছবি? রাজস্থানে ম্যাজিক দেখাতে পারবে বিজেপি? কী হবে ছত্তীসঢ়ে? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসঢ়ে হাড্ডহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির। ছত্তীসগঢ়ে বিজেপি এগিয়ে ৩২টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ৩৬টি আসনে।
ছত্তীসগঢ়ে এগিয়ে কংগ্রেস। মধ্যপ্রদেশে অল্প ব্যবধানে এগিয়ে বিজেপি। রাজস্থানে এগিয়ে কংগ্রেস। তেলঙ্গানায় অনেকটা এগিয়ে কংগ্রেস। তেলঙ্গানায় পাল্টাবে রাজনৈতিক ছবি? রাজস্থানে ম্যাজিক দেখাতে পারবে বিজেপি?
রাজস্থানের ঝোটওয়াড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। রাজস্থানেরই ঝালরাপাটনে এগিয়ে বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া। সর্দারপুরায় এগিয়ে কংগ্রেসের অশোক গহলৌত (মুখ্যমন্ত্রী)। তেলঙ্গানার কামারেড্ডিতে এগিয়ে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (বিআরএস)। পিছিয়ে কংগ্রেসের রেভন্ত রেড্ডি।
রাজস্থানের টঙ্কে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সচিন পাইলট। শুরু হয়েছে চার রাজ্যের ভোটগণনা। রাজস্থানে ম্যাজিক দেখাতে পারবে বিজেপি? রাজস্থানে বিজেপি ৪৭ এবং কংগ্রেস ৩৬টি আসনে এগিয়ে রয়েছে।
মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ় এবং তেলঙ্গানায় শুরু হয়েছে ভোট গণনা। মধ্যপ্রদেশে মোট আসন ২৩০। রাজস্থানে মোট আসন ১৯৯। ছত্তিসগঢ়ে মোট আসন সংখ্যা ৯০ এবং তেলঙ্গানায় ১১৯টি।
তেইশে মধ্য়প্রদেশের আকাশে উড়বে কার জয়ধ্বজা? তেলঙ্গানার পাল্টাবে রাজনৈতিক ছবিটা? রাজস্থানে ম্যাজিক দেখাতে পারবে বিজেপি? কী হবে ছত্তীসগঢ়ের ফলাফল? উত্তর মিলবে আজ। এদিকে রাজস্থানে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখওয়াতের।
ফল ঘোষণার আগেই রাজস্থানে কংগ্রেসের তৎপরতা। কালই জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকল কংগ্রেস। সূত্রের খবর, বিধায়কদের রিসর্ট-বন্দি করার ভাবনা রয়েছে দলের। এই জন্য নাকি তৈরি রাখা হচ্ছে বিশেষ বিমান, খবর সূত্রের।
২৩০ আসনের মধ্যপ্রদেশে ম্য়াজিক ফিগার ১১৬। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। ২০০ আসনের রাজস্থানে এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে এ বার ভোট হয়েছে ১৯৯টি আসনে। ৯০ আসনের ছত্তীসগঢ়ে ম্য়াজিক ফিগার ৪৬। ১১৯ আসনের তেলঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০।
রাজস্থান- মরুরাজ্যে এবার কঠিন লড়াইয়ের মুখে অশোক গহলৌতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। যদিও সে কথা মানতে নারাজ কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারও তিনি জানিয়ে দেন, বুথফেরত সমীক্ষা পক্ষে বা বিপক্ষে যে দিকেই যাক না কেন, রাজস্থানে ক্ষমতায় ফিরবে কংগ্রেসই। তাঁর স্পষ্ট দাবি, মরুরাজ্যে কোনও সরকার-বিরোধিতার হাওয়া নেই।
প্রেক্ষাপট
তেইশে মধ্য়প্রদেশের আকাশে উড়বে কার জয়ধ্বজা ? তেলঙ্গানার পাল্টাবে রাজনৈতিক ছবিটা? রাজস্থানে ম্যাজিক দেখাতে পারবে বিজেপি? (BJP) কী হবে ছত্তীসগঢ়ের ফলাফল? উত্তর মিলবে আজ (Assembly Election Result 2023 Live)। চব্বিশের আগে আজ ৪ রাজ্যের রায়। মরুরাজ্য রাজস্থানের সিংহাসনে কে? কার দখলে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ, তেলঙ্গানা? সকাল ৮টা থেকে ভোট গণনা। সব গণনাকেন্দ্রে এবিপি আনন্দ।
২০২৪-র লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls) আগে আজ ৪ রাজ্যের রায়। কার দখলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও তেলঙ্গানা? ছত্তীসগঢ় ও রাজস্থানে কি ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস? (Congress) নাকি পাঁচ বছর বিরোধী থাকার পর ক্ষমতায় ফিরবে বিজেপি? কার দখলে মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা? ২০১৮ সালে, মধ্য়প্রদেশে কংগ্রেস জিতলেও, দুবছরের মধ্য়েই দল ভাঙিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। অন্যদিকে, এক দশক ধরে তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছেন কে চন্দ্রশেখর রাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -