Assembly Election Result 2023 Live: 'আত্মনির্ভর ভারতের সংকল্প জয়ী হয়েছে', বিজেপির সাফল্য-'মন্ত্র' তুলে ধরলেন মোদি

Assembly Elections Result 2023 Live Updates: চব্বিশের আগে আজ ৪ রাজ্যের রায়। মরুরাজ্য রাজস্থানের সিংহাসনে কে? কার দখলে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা?

Advertisement

ABP Ananda Last Updated: 03 Dec 2023 08:47 PM

প্রেক্ষাপট

তেইশে মধ্য়প্রদেশের আকাশে উড়বে কার জয়ধ্বজা ? তেলঙ্গানার পাল্টাবে রাজনৈতিক ছবিটা? রাজস্থানে ম্যাজিক দেখাতে পারবে বিজেপি? (BJP)  কী হবে ছত্তীসগঢ়ের ফলাফল? উত্তর মিলবে আজ (Assembly Election Result 2023 Live)। চব্বিশের...More

Assembly Polls 2023 Result Live: সংখ্যা গরিষ্ঠতার মাপকাঠি পার, মধ্যপ্রদেশে ১২৭ আসনে জয়ী গেরুয়া শিবির

মধ্যপ্রদেশে সংখ্যা গরিষ্ঠতা অর্জন বিজেপির। ইতিমধ্যেই ১২৭টি আসনে জয়ী গেরুয়া শিবির। ২৩০ আসনের বিধানসভায় ঐতিহাসিক জয়ের পথে বিজেপি।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.