নয়াদিল্লি: অ্যাজমা, যক্ষ্মা, থ্যালাসেমিয়া, এবং মানসিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধের দাম একধাক্কায় ৫০ শতাংশ বৃদ্ধি পেল। ওষুধপত্রের দাম নির্ধারণকারী সংস্থা, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) নিত্য প্রয়োজনীয় ওষুধের দামবৃদ্ধি করছে। চোখের ছানি অপারেশনের পর যে ওষুধ খেতে হয়, তার দামও বাড়ানো হয়েছে। (Medicines Price Hike)


ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে লাগাতার দামবৃদ্ধির জন্য চাপ আসছিল। সেই মতোই দাম বাড়ানোয় সায় দিল NPPA. বলা হয়েছে, ওষুধ তৈরির উপাদান কেনার খরচ বৃদ্ধি, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং মুদ্রা বিনিময়ের হার বৃদ্ধির ফলে আগের দামি ওষুধ বিক্রি করে পোষাচ্ছে না সংস্থাগুলির। তাই আটটি ওষুধের ১১টি ফর্মুলেশনের দামবৃদ্ধির সিদ্ধান্ত। (Medicines Price Hike)


শুধু তাই নয়, বিশেষ কিছু ওষুধের উৎপাদন বন্ধ করে দিতেও আবেদন জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির। তাদের দাবি, কিছু ওষুধ এমন রয়েছে, যা উৎপাদন ও বিক্রি করে সংস্থার কোনও মুনাফা হয় না। সেই নিয়ে কোন পথে হাঁটবে NPPA, তা এখনও জানা যায়নি। 


NPPA-র বিধি অনুযায়ী, ওষুধের দাম এমন রাখতে হবে, যাতে সাধারণের ক্রয়সাধ্যের মধ্যে থাকে তা, আবার জোগানে ঘাটতিও না পড়ে। ২০১৩ সালের ওষুধের দাম নিয়ন্ত্রণ বিধির ১৯ নম্বর অনুচ্ছেদে (DPCO) এর উল্লেখও রয়েছে। NPPA তরফে, ৮ অক্টোবর থেকে আটটি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ানো হয়েছে। ওই আটটি ওষুধ যাতে বাজারে সব সময় পাওয়া যায়, সেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে NPPA. 


যে যে ওষুধের দাম বেড়েছে, সেগুলি হল-



  • Benzyl Penicillin 10 lakh IU Injection (ব্যাকটিরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত)

  • Atropone Injection 06.mg/ml (শ্লথ হৃদস্পন্দনের চিকিৎসায় ব্যবহৃত)

  • Streptomycin Powder for Injection 750 mg And 100 mg (যক্ষ্মা ও অন্য ব্যাকটিরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত)

  • Salbutamol tablet 2 mg and 4 mg and respirator solution 5 mg/ml (অ্যাজমা এবং অন্য শ্বাসকষ্ট জনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত)

  • Pilocarpine 2% drops (ছানি অপারেশনের পর চিকিৎসায় ব্যবহৃত)

  • Cafadroxil tablet 500 mg (ব্যাকটিরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত)

  • Desferrioxamine 500 mg for injection (অ্যানিমিয়া ও থ্যালাসেমিয়ার চিকিৎসায় ব্যবহৃত)

  • Lithium tablets 300 mg (মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ব্যবহৃত)


২০১৯, ২০২১ সালের পর এই নিয়ে তৃতীয় বার DPCO-র আওতায় নিত্য ব্যবহৃত ওষুধের দাম বাড়াল NPPA.