কলকাতা: বর্ষবরণের আগেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রাজ্যের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে, ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ গোটা উত্তর-পশ্চিম ভারত। তীব্র শীতের দাপটে কাঁপছে উত্তর পশ্চিমের রাজ্যগুলি। হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে চলছে তুষারপাত। উত্তর-পশ্চিম ভারত থেকে কনকনে শীতল হাওয়া ঢোকায় বর্ষ শেষ এবং বর্ষবরণে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।


স্পষ্টতই, বছর শেষে দাপটে ব্যাটিং করছে শীত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে যায়। করোনা পর্বে ২০২০ যেমনই কাটুক না কেন বছরের শেষ সময় চুটিয়ে উপভোগ করার সুযোগ করে এসেছে।


বড়দিনের সকাল থেকেই শীতের আমেজ শহরে। জাঁকিয়ে পড়ে ঠান্ডা। ১ ডিগ্রি নেমে যায় পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার শীতের আমেজ গায়ে মেখেই বর্ষবরণের সুযোগ পেতে চলেছেন রাজ্যবাসী। ব্যতিক্রম কিছু যে ঘটছে না তার আভাস ইতিমধ্যেই মিলেছে।


 শনিবারও ছিল রীতিমত ঠান্ডা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বছরের শেষ রবিবার ছিল মরসুমের শীতলতম দিন। কলকাতায় আরও নেমে যায় পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীতের আমেজ। বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান, এই তিন জেলায় শৈত্যপ্রবাহও হয়।