নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী। শবিবার দুপুরে রাজধানীতে শপথবাক্য পাঠ করলেন তিনি। এযাবৎকালীন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্য়মন্ত্রী হলেন ৪৩ বছর বয়সি অতিশী। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, এই মুহূর্তে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। অতিশীর সঙ্গেই এদিন শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী হলেন অতিশী। (Atishi Takes Oath)
শনিবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী। সুলতানপুর মাজরা থেকে প্রথম বার বিধায়ক নির্বাচিত হওয়া, আম আদমি পার্টির নেতা মুকেশ আলাওয়াতও এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথ নেন গোপাল রাই, ইমরান হুসেন, কৈলাস গহলৌত, সৌরভ ভরদ্বাজও। কে কোন দায়িত্বে আসছেন, তা যদিও জানা যায়নি এখনও পর্যন্ত। (Delhi Chief Minister)
আজ শপথগ্রহণের আগে অতিশী-সহ সকলেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি জামিনে জেল থেকে বেরিয়ে এসেছেন কেজিরওয়াল। চলতি সপ্তাহে আচমকাই পদত্যাগের ঘোষণা করেন তিনি। জানান, মানুষের রায়ে জয়ী না হওয়া পর্যন্ত পদে থাকবেন না। পাশাপাশি, মণীশ সিসৌদিয়াও একই সিদ্ধান্ত নেন, যিনি কেজরিওয়ালের ডেপুটি ছিলেন।
ছিমছাম ভাবেই শপথগ্রহণ করেছেন অতিশী এবং তাঁর মন্ত্রীরা। কেজরিওয়ালের পদত্যাগ ঘিরে দলের সকলেই মনোকষ্টে ভুগছেন, তাই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে পাকাপাকি মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন না অতিশী। সাময়িক ভাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বিধানসভা নির্বাচনে ফের জয়ী হলে, কেজরিওয়ালই মসনদে ফিরবেন বলে জানা যাচ্ছে। তাই অতিশীর এই শপথকে কটাক্ষ করেছে বিজেপি। অতিশীকে সামেন রেখে কেজরিওয়ালই দিল্লিতে সরকার চালাবেন বলে মত তাদের।
যদিও অতিশী নিজেই জানান, তিনি শুধুমাত্র দায়িত্ব পালন করছেন। কেজরিওয়ালকে ফিরিয়ে আনা সকলের কর্তব্য বলে মন্তব্য করেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল-সহ একের পর এক নেতা জেলে যাওয়ার পর অতিশী দলের অন্যতম মুখ হিসেবে উঠে আসেন। তিহাড় জেলে যখন বন্দি কেজরিওয়াল, সেই সময় অর্থ, রাজস্ব, পূর্ত, বিদ্য়ুৎ, শিক্ষা-সহ মোট ১৩টি দফতরের দায়িত্ব ছিল অতিশীর কাঁধেই। তখন থেকেই কার্যত ভারপ্রাপ্তের ভূমিকা পালন করছিলেন তিনি। অতিশীর যোগ্যতা নিয়েও প্রশ্নের অবকাশ নেই। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেন তিনি। গবেষণার কাজেও যুক্ত ছিলেন সেখানে।