নয়াদিল্লি: কয়েকদিন আগেই 'আত্মনির্ভর ভারত অভিযান'-এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছিলেন, কীভাবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে দেশে প্রস্তুত হচ্ছে মাস্ক ও পার্সোনা প্রোটেক্টিউ ইক্যুইপমেন্ট(পিপিই)।
এর মধ্যেই, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, কোভিড-১৬ অতিমারীর এই পরিস্থিতিতে বহু উন্নত দেশকে পিছনে ফেলে দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পিপিই প্রস্তুতকারী হিসেবে উঠে এসেছে ভারত। আর এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে ২ মাসের রেকর্ড সময়ে।
কেন্দ্রের তরফে জানানো হয়, একমাত্র চিনের পরই বিশ্বের সর্বাধিক পিপিই প্রস্তুত হচ্ছে ভারতে। প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণের থেকে সুরক্ষায় করোনা-যোদ্ধাদের কাছে পিপিই অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে এটা অপরিহার্য ও বাধ্যতামূলক। পিপিই পরেই স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ রোগীদের সেবায় নিজেদের নিযুক্ত করেছেন।
বস্ত্রমন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, পিপিই-গুলির গুণগত মান ও সংখ্যা -- উভয়ের ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। যে কারণে, মাত্র ২ মাস সময়ের মধ্যেই এই কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হয়েছে।