Delhi CM Attack: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে বুধবার তাঁর বাসভবনেই 'জন শুনানি' চলাকালীন আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজেশ সাকারিয়া নামের এক ব্যক্তি। ধৃত যে কুকুরপ্রেমী এবং সম্প্রতি দিল্লির পথকুকুরদের নিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের রায় নিয়ে অসন্তুষ্ট ছিলেন, তা আগেই জানা গিয়েছে। রাজেশের মা একথা গতকালই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। পুলিশ সূত্রে খবর, জেরায় রাজেশ তাঁদের জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের 'জন শুনানি'- তে পথকুকুরদের রাজধানীর রাজপথ থেকে না সরানোর দাবি নিয়েই গিয়েছিলেন। কিন্তু তাঁর আবেদনকে পাত্তা দেননি রেখা গুপ্তা। এড়িয়ে গিয়েছিলেন। আর সেই কারণেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত রাজেশ সাকারিয়া দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুলের মুঠি ধরে টেনে তাঁকে চড় কষিয়েছিলেন। অন্যদিকে গতকাল ঘটনার পর, একথাও শোনা গিয়েছিল সম্ভবত দিল্লির মুখ্যমন্ত্রীর দরবারে পথকুকুরদের জন্য আর্জি নিয়েই গিয়েছিলেন গুজরাতের রাজকোটের বাসিন্দা রাজেশ সাকারিয়া।
পুলিশ সূত্রে খবর, বছর ৪১- এর রাজেশ অদ্ভুত সব দাবি করেছেন জেরায়। তাঁর দাবি, তিনি শিবের ভক্ত। মহাদেব তাঁকে বলেছেন উজ্জয়ীনি যেতে। তারপর দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চাইতে পথকুকুরদের বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই ব্যাপারে। পুলিশের দাবি, রাজেশ তাদের এও বলেছেন যে ট্রেনে বিনা টিকিটে দিল্লি এসেছেন তিনি। রাজধানীতে পৌঁছে লোকজনকে জিজ্ঞেস করেছেন মুখ্যমন্ত্রী কোথায় থাকেন। এরপর মেট্রো চড়েন তিনি। তবে ভুল স্টেশনে নেমেছিলেন। এরপর সাইকেল রিকশাতে চড়ে শালিমার বাগে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে পৌঁছন তিনি। পুলিশ সূত্রে খবর, সাকারিয়া তাদের এও জানিয়েছেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন জানানোর পর গতকাল রাতেই গুজরাতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।
অন্যদিকে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, রাজেশ সাকারিয়ার নাম আগে থেকেই প্রচুর মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই মদ পাচারের অভিযোগ। গুজরাত 'ড্রাই স্টেট'। সেখানে মদ পাচার নিঃসন্দেহে অপরাধমূলক কাজ। আর তা করার অভিযোগই রয়েছে এই রাজেশের নামে। কয়েকটি মামলায় খালাস পেলেও বেশ কিছু মামলা এখনও বিচারাধীন। মারধরের অভিযোগেও মামলা রয়েছে রাজেশ সাকারিয়ার নামে। গতকাল মুখ্যমন্ত্রীকে আক্রমণের ঘটনায় খুনের চেষ্টা-সহ একাধিক মামলা রুজু হয়েছে রাজেশ সাকারিয়ার বিরুদ্ধে। গতকাল সংবাদমাধ্যমে রাজেশ সাকরিয়ার মা ভানু জানিয়েছিলেন, 'আমার ছেলে কুকুর ভালবাসে। পথকুকুরদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর থেকেই রেগে ছিল ও। তারপরই দ্রুত দিল্লির জন্য রওনা হয়। আমরা এর বেশি কিছু জানি না।'