LIVE UPDATE: জেএনইউ-তে আক্রান্ত ঐশী ঘোষ, 'গণতন্ত্রের লজ্জা' ট্যুইট মমতার, দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, আহতদের দেখতে হাসপাতালে প্রিয়ঙ্কা
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে রুমাল বেঁধে পড়ুয়াদের ওপর হামলা।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jan 2020 12:27 AM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে রুমাল বেঁধে পড়ুয়াদের ওপর হামলা। আক্রান্ত জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। মহিলা হস্টেলে হামলার ঘটনায় এসএফআইয়ের তরফে দাবি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদ...More
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে রুমাল বেঁধে পড়ুয়াদের ওপর হামলা। আক্রান্ত জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। মহিলা হস্টেলে হামলার ঘটনায় এসএফআইয়ের তরফে দাবি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদ করাতেই এবিভিপি-র গুণ্ডারা এই জঘন্য কাজ করেছে। রক্তাক্ত অবস্থায় ঐশী ঘোষকে দিল্লি এইএমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবিপি আনন্দকে জানিয়েছেন, “মুখ বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা এসে পড়ুয়াদের ওপর হামলা চালিয়েছে। আহত ঐশী ঘোষকে এইএমস ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়েছে। একাধিক পড়ুয়া আক্রান্ত, তাঁদের চিকিৎসার জন্য এইএমস ট্রমা সেন্টারে নিয়ে আসা হচ্ছে।”উল্লেখ্য, গত বছর থেকেই জেএনইউ-তে ফি বৃদ্ধির প্রতিবাদ সামিল হয়েছিল এসএফআই সহ আরও একাধিক বাম ছাত্র সংগঠন। জেএনইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামে ছাত্রসংগঠনের নেতা কর্মীরা। এসআফআই-এর দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রেজিস্ট্রেশনের নিয়ম শিথিল করার বিষয়ে আশ্বস্ত করা হলেও তারা তা করেনি। বরং ফি বৃদ্ধির পথেই হেঁটেছে জেএনইউ। আর তার প্রতিবাদ করাতেই হামলা করা হয়েছে। বাম ছাত্র সংগঠনের দাবি আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।হাতে ব্যাট, রড নিয়ে জেএনইউ-তে হামলা চালানোর অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে। পড়ুয়া সহ একাধিক অধ্যাপকও আক্রান্ত হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশি নিষ্কৃয়তারও অভিযোগ করা হয়েছে বামেদের তরফে। কীভাবে ১৫-২০ জন ‘বহিরাগত’ গার্লস হস্টেলে ঢুকে পড়ল? কী করছিল পুলিশ? প্রশ্ন এসএফআই-এর। যদিও এবিভিপি-র পাল্টা অভিযোগ, বাম ছাত্র সংগঠনের সদস্যরাই তাদের ওপর হামলা চালায়।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
জেএনইউ কাণ্ডের প্রতিবাদে উত্তাল যাদবপুর। পোস্টার নিয়ে মিছিল, দেওয়াল লিখে প্রতিবাদ পড়ুয়াদের।