নয়াদিল্লি: বয়স ১৬ বছরের কম হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না অস্ট্রেলিয়ায়। সমাজ-সংসারের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই দেশে। বৃহস্পতিবার আইন পাস হয়েছে অস্ট্রেলিয়ায়, যার আওতায় ১৬ অনূর্ধ্ব ছেলেমেয়েদের জন্য সোশ্য়াল মিডিয়া নিষিদ্ধ করা হল। এই প্রথম পৃথিবীর কোনও দেশ নির্দিষ্ট বয়সের আগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করল। (Australia Social Media Ban)
বৃহস্পতিবার ১৬ অনূর্ধ্বদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার আইন পাস হয়েছে অস্ট্রেলিয়ায়। বেশ কিছু দিন ধরেই এ নিয়ে তর্ক-বিতর্ক চলছিল সেই দেশে। অল্পবয়সে সোশ্যাল মিডিয়া ব্যবহাররে ফলে ছোলেমেয়েদর মানসিক এবং সার্বিক স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ে, সেই নিয়ে নানা মতামত উঠে এসেছে। শেষ পর্যন্ত ১৬ অনূর্ধ্বদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হল সেই দেশে। (Social Media Ban for Children)
নয়া আইন অনুযায়ী, বয়স ১৬-র নীচে হলে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার) থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিট, কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই ব্যবহার করা যাবে না অস্ট্রেলিয়ায়। তবে ইউটিউবের জন্য এমন কোনও বয়সের মাপকাঠি রাখা হয়নি। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই নিয়ম কার্যকর করতে বলা হয়েছে। এক বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার জন্য।
ওই আইনে বলা রয়েছে, ১৬ অনূর্ধ্ব ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা বন্ধ করতে না পারলে, ৩৩ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৮০ কোটি টাকা। জানুয়ারি মাস থেকে ১৬ অনুর্ধ্বদের সোশ্যাল মিডিয়া থেকে সরানোর কাজ শুরু হবে। আগামী এক বছরের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে প্রযুক্তি সংস্থাগুলিকে।
এর পর, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বলে কার্যকর হবে নয়া আইন। রাত্রিকালীন অধিবেশনে এই আইনে সিলমোহর দিয়েছে সংসদের উচ্চকক্ষ সেনেট। বিরোধীদের সমর্থনও আদায় করে নিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। বুধবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ আগেই বিলটি পাস করে দিয়েছিল।
এর আগে ফ্রান্স এবং আমেরিকা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে পদক্ষেপ করেছে। মা-বাবার অনুমতি ছাড়া সেখানে সোশ্য়াল মিডিয়া ব্যবহারের অনুমতি নেই শিশুদের। ফ্লোরিডায় অনূর্ধ্ব ১৪ বছরে ছেলেমেয়েদের জন্য সোশ্য়াল মিডিয়া নিষিদ্ধ করার যে নির্দেশ, তার বিরুদ্ধে আদালতে মামলা উঠেছে। সেখানে বাক স্বাধীনতাকে ঢাল করা হচ্ছে এক্ষেত্রে। তবে এই প্রথম আইন এনে ১৬ অনূর্ধ্বদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল কোনও দেশ।