Social Media: সোশ্যাল মিডিয়ার নেশা (Social Media Addiction) অনেকক্ষেত্রেই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়ার (Social Media Use) যেমন সত্যিই অনেক ভাল দিক রয়েছে, তেমনই এর অপব্যবহারও হয় প্রবলভাবে। আর শিশুমনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যবহার। এমনিতেই বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমের ব্যবহার ক্রমাগত বাড়ছে। অনেকসময়েই আমাদের সামনে আসে বিভিন্ন ধরনের নেতিবাচক ঘটনা। তার মধ্যে বেশিরভাগ ঘটনাতেই ক্ষতিকর প্রভাব পড়ে শিশুদের উপর কিংবা তরুণ প্রজন্মের উপর। তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এর মধ্যে প্রকাশ্যে এসেছে একটি খবর। শোনা গিয়েছে, অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে শিশুদের জন্য বয়স সীমিত করে দেওয়া হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রশাসন ন্যূনতম বয়স বেঁধে দেবে। সেই অনুসারেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে ওই দেশে। মূলত শিশুদের মানসিক স্বাস্থ্য এবং শরীরের উপরেও যাতে সোশ্যাল মিডিয়ার কোনও বিরূপ প্রভাব না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে বলা জানা গিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে চরম সমালোচনা শুরু হয়েছে। ডিজিটাল রাইটস অ্যাডভোকেটস- এঁদের তরফ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের এই নিয়ম-নীতির কড়া ভাষায় সমালোচনা করে বলা হয়েছে এই পদক্ষেপ গ্রহণ করা হলে পরিস্থিতি আও বিপজ্জনক হয়ে যাবে। অনলাইনে এমন ধরনের সক্রিয়তা বাড়বে যা আদতে বিপদ ডেকে আনবে আরও বেশি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানিয়েছেন, চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণের বিষয়টি চালু করার আগে তার সরকার একটি ভেরিফিকেশন ট্রায়াল চালাবে। এখনও অ্যান্টনি কোনও নির্দিষ্ট বয়সসীমার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। তবে শোনা যাচ্ছে, এই বয়সসীমা ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে পারে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি চান শিশুরা তাদের ইলেকট্রনিক্স ডিভাইস ছেড়ে মাঠে খেলাধুলো করুক, সুইমিং পুলে সাঁতার কাটুক, টেনিস কোর্টে খেলুক। বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা পাওয়া জন্য বাচ্চারা যেন বাস্তবের মাটিতে থাকে সেটাই চাইছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অর্থাৎ শিশুরা যেন ভার্চুয়াল মাধ্যমের ঘেরাটোপে আটকে না পড়ে সেই চেষ্টার জন্যই এই সিদ্ধান্ত নিতে চলেছে অস্ট্রেলিয়া। তবে এই সিদ্ধান্ত নিয়ে চরম তরজা শুরু হয়েছে ইতিমধ্যেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।