Sydney Mass Shootout: এলোপাথাড়ি গুলি চালাচ্ছে এক বন্দুকবাজ। পিছন থেকে খালি হাতেই তাকে জাপটে ধরলেন এক ব্যক্তি। কেড়ে নিলেন বন্দুক। ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছে আততায়ী। বন্দুকে উঁচিয়ে সেদিকে তাক করেই গুলি ছুড়লেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভীষণ ভাবে ভাইরাল। 'হিরো'- র খেতাব পেয়েছেন ওই ব্যক্তি। কারণ খালি হাতে এক বন্দুকবাজকে পাকড়াও করেছিলেন তিনি, যে বন্দুকবাজ নির্বিচারে গুলি চালাচ্ছিল অস্ট্রেলিয়ার সমুদ্রতটে। আর সেই হামলায় সিডনির বন্ডি বিচে ইহুদিদের এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন আরও অনেকে।
এই হামলার সময়েই এক বন্দুকবাজকে খালি হাতেই পাকড়াও করেন আহমেদ আল আহমেদ নামের ওই ব্যক্তি। বছর ৪০-এর এই ব্যক্তির পরিচয় নিয়ে অবশ্য একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল প্রথমে। শোনা যাচ্ছিল, তিনি সিডনির সাদারল্যান্ড শায়ারের একজন ফল বিক্রেতা। তবে পরে জানা যায়, না ওই ব্যক্তি ফল বিক্রেতা নন। বরং তিনি একটি tobacco and speciality convenience স্টোরের মালিক। ২০২১ সাল থেকে এই দোকান চালাচ্ছেন তিনি। আসলে আহমেদের ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই তাঁকে ধন্যবাদ জানাতে শুরু করে নেট দুনিয়া। তাঁকে 'হিরো'- র খেতাব দেন নেটিজেনরা। আর দেবেন নাই বা কেন। প্রাণের ঝুঁকি নিয়ে সত্যিই তো সিনেমার হিরোর মতোই কাজ করেছেন তিনি। তবে ধন্যবাদ জ্ঞাপন আর ভিডিও ভাইরাল হওয়ার দ্রুততায় ওই ব্যক্তির ভুল পরিচয় চলে আসে প্রকাশ্যে।
কিন্তু কীভাবে জানা গেল আহমেদের আসল পরিচয়?
শুভেচ্ছা জানিয়ে অনেকেই দক্ষিণ সিডনির একটি ফলের দোকানে (Sutherland Best Fresh) শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তাদের তরফেই পুরো ব্যাপারটা খোলসা করা হয়। Sutherland Best Fresh- এর মালিক সোশ্যাল মিডিয়ায় জানান, বন্ডি বিচের ঘটনায় তাঁরা গভীরভাবে শোকাহত। তবে এই আহমেদকে তাঁরা চেনেন না। আহমেদের ফলের দোকান কোথাও তাও জানেন না। তবে আহমেদের দ্রুত সুস্থতার কামনা করেন ওই ফলের দোকানের মালিক। এই হামলায় বাকি যাঁদের উপর প্রভাব পড়েছে তাঁদের জন্যেও প্রার্থনা করেন তিনি।
এর পরেই প্রকাশ্যে আসে আহমেদের আসল পরিচয়। ঘটনার দিন বন্দুকবাজকে পাকড়াও করার পর আহত হয়েছিলেন আহমেদও। ২ বার গুলি লাগে তাঁর। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বর্তমানে ভাল আছে তিনি। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। আহমেদের সাহসের জন্যই ঘটনার দিন প্রচুর মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। পুলিশরা আততায়ীর নাগাল পেয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ধন্য ধন্য চলছে আহমেদের নামে।
তথ্যসূত্র- NDTV