কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : অযোধ্যায় ( Ayodhya )যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন আস্থা। গুজরাত , হিমাচল প্রদেশ, জম্মুর পাশাপাশি বাংলা থেকেও একাধিক আস্থা স্পেশাল ট্রেন রওনা দিচ্ছে রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশে।  আর তাতে উপছে পড়ছে ভিড়। 


সোমবার রাতেই হাওড়া স্টেশন থেকে একটি আস্থা স্পেশাল ট্রেন অযোধ্যার উদ্দেশে রওনা দেয়। উত্তরবঙ্গ ( North Bengal ) থেকেই আরও একটি আস্থা ট্রেন অযোধ্যায় গিয়ে পৌঁছেছে। মঙ্গলে বর্ধমান থেকেও আস্থা স্পেশাল ট্রেন রওনা দিল অযোধ্যার দিকে। মঙ্গলবার রাতেই ট্রেনটি রওনা দেয়। বুধবারই গন্তব্যে পৌঁছচ্ছে আস্থা । 


রাম মন্দির উদ্বোধনের পর রামমন্দির ও রামলালার দর্শনের জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে আস্থা স্পেশাল ট্রেন চালানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়।মঙ্গলবার বর্ধমান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয় আস্থা স্পেশাল ট্রেন। যাত্রাপথে দুর্গাপুর ও আসানসোলেও থামে এই ট্রেন। ১ দিনেই  পৌঁছনো যাচ্ছে গন্তব্য়ে। আস্থা স্পেশাল ট্রেন ঘিরে চরম উন্মাদনা দেখা গিয়েছে  রামভক্তদের মধ্যে। সোমবার সন্ধে থেকেই বর্ধমান স্টেশনে থিকথিকে ভিড় চোখে পড়ে। শয়ে শয়ে রামভক্ত স্টেশনে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ব্যাচ ও টিকিট সংগ্রহ করেন। 


রেল সূত্রে জানা গেছে, মাথাপিছু ১৪০০ টাকার বিনিময়ে শুধু ট্রেন সফর নয়, অযোধ্যায় পৌঁছেও যাতায়াত ও খাওয়া-দাওয়ার সমস্ত সুবিধা দেওয়া হবে যাত্রীদের। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ৬ ফেব্রুয়ারি ছাড়াও আগামী ৯,১২,১৫,১৮,২১,২৭ শে ফেব্রুয়ারি এবং ১ ও ৪ মার্চ বর্ধমান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই স্পেশাল ট্রেনটি। 


এর আগে উত্তরবঙ্গ দিয়েও একটি আস্থা ট্রেন গিয়েছিল। অসম থেকে শুরু হয়েছিল এই ট্রেনের যাত্রা। এই ট্রেন একে একে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি পার করে এনজেপি স্টেশনে এসে থামে। সেখান থেকে ট্রেনে ওঠেন অগণিত ভক্ত ও পর্যটক।  এই ট্রেনে চেপে অযোধ্যার রাম মন্দির দেখতে গিয়েছেন উত্তর বাংলার মানুষ। সেই সঙ্গে সওয়ার হয়েছেন সিকিমের লোকেরা। এদিনও পর্যটকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।      


অযোধ্যার রাম মন্দিরে মুকুট থেকে তাঁর অলঙ্কার, সবই নয়নাভিরাম। কৃষ্ণশিলার প্রিয়দর্শন রামলালা, মুখে যার স্মিত হাসি। রঘুপতি, পতিতপাবন বা সীতারাম নন,  অযোধ্যার রামলালা মা কৌশল্যার ছোট্ট রাঘব। তাঁকে দেখতেই এখন ভারতের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও আসছেন ভক্তরা। 


আরও পড়ুন :


'লকেট চট্টোপাধ্য়ায়কে চাপিয়ে দেওয়া চলবে না', পোস্টার দিলেন 'BJP কর্মী'রাই