অযোধ্যা : কর্মক্ষেত্রে, শহরের নামকরা হাসপাতালে, ডিউটিরত অবস্থায় এক চিকিৎসকের ধর্ষিত হয়ে মৃত্যু। সারা দেশে আন্দোলনের ঢেউ তুলেছিল কলকাতার আর জি কর মেডিক্যালের ঘৃণ্য অপরাধের ঘটনা। সেই ঘটনায় বারবার উঠে এসেছে দিল্লির নির্ভয়াকাণ্ডের কথা। প্রতিবাদীদের কণ্ঠে শেনা গিয়েছে হাথরাস থেকে কামদুনি কাণ্ডের কথা। নাহ্, লক্ষ লক্ষ মানুষের গর্জে ওঠা যে অপরাধমনস্কদের মনে এতটুকু ভয় ধরাতে পারেনি, প্রমাণ করল অযোধ্যার দলিত কন্যার ভয়াবহ মৃত্যুর ঘটনা।
নির্ভয়াকাণ্ডের ছায়া এবার অযোধ্যায়। দলিত তরুণীকে ধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে, হাত-পা ভেঙে, চোখ উপড়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। ২২ বছরের দলিত তরুণী বৃহস্পতিবার সন্ধেয় ভাগবত পাঠ শুনতে গিয়েছিলেন। রাত ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায়, পরিবারের লোকজন খুঁজতে বেরোন। পরের দিন গ্রামের অদূরে নালা থেকে উদ্ধার হয় তরুণীর হাত-পা বাঁধা বিবস্ত্র দেহ। সে দেহ ছিল ক্ষতবিক্ষত, ভয়াবহ। কিন্তু পুলিশের দাবি, ঘরে বোনের সঙ্গে ঘুমোচ্ছিলেন ওই তরুণী, আচমকা দেখা যায় তিনি নিখোঁজ। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে।
অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচা-আকচি। রবিবার সাংবাদিক বৈঠকে কেঁদে ভাসান সমাজবাদী পার্টির ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। তাঁর সংসদীয় এলাকায় পড়ে অযোধ্যা। বিচার না পেলে সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথাও বলেন অবধেশ। যোগী সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ। অযোধ্যা রাম জন্মভূমি বলে প্রসিদ্ধ। তাই শ্রীরাম ও সীতাদেবীকে নাম নিয়ে ওই সমাজবাদী পার্টির নেতা বলেন, কীভাবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় এমন জঘন্য অপরাধ সংঘটিত হতে পারে? ইতিহাস কি বলবে? অন্যদিকে অবধেশ প্রসাদের এই কান্নাকাটিকে 'নাটক' বলে কটাক্ষ করেছেন যোগী আদিত্যনাথ।
অযোধ্যা রাম জন্মভূমি বলে প্রসিদ্ধ। তাই শ্রীরাম ও সীতাদেবীকে নাম নিয়ে ওই সমাজবাদী পার্টির নেতা বলেন, কীভাবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় এমন জঘন্য অপরাধ সংঘটিত হতে পারে? ইতিহাস কী বলবে? তিনি অযোধ্যায় আরও এক দলিত কন্যার যৌন নিপীড়নের ঘটনার উল্লেখ করেন, যেখানে অভিযুক্ত সমাজবাদী পার্টির স্থানীয় এক নেতাই।যোগী বলেন, এই ঘটনার তদন্ত হলে নিশ্চয়ই দেখা যাবে, 'সমাজবাদী পার্টির কোনও না কোনও জন্তুর এর সঙ্গে যোগ আছে'।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, তার দল এই অমানবিক ঘটনায় আহত। তাঁর দাবি , এটি বিজেপি সরকারের আমলে দলিত শ্রেণির উপর অত্যাচারের আরও একটি ঘটনা।
অবধেশ প্রসাদ সাংসদ নির্বাচিত হওয়ায় বুধবার উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা আসনে উপনির্বাচন সামনেই। তার আগে অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি।