Ayodhya Ram Mandir LIVE: রাম মন্দিরের উদ্বোধনের দিনে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা

Pran Pratishta Ceremony LIVE আজ রামলালার প্রাণপ্রতিষ্ঠা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ABP Ananda Last Updated: 22 Jan 2024 11:22 PM
Ram Jyoti: জনকপুরে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা

অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিন জনকপুরে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা।  





Ram Mandir : দেশজুড়ে রাম-নাম

দেশজুড়ে রাম-নাম। পিছিয়ে নেই বঙ্গও। অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে তারাপীঠ মন্দিরে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। দমদমে আয়োজন করা হয় কলস যাত্রার। শিয়ালদামুখী লোকাল ট্রেনে বিলি করা হয় লাড্ডু। 

Modi On Ram Temple :'আর আমরা থামব না..', রামমন্দিরের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। 

'আর আমরা থামব না, এবার উন্নয়নের শিখরে পৌঁছেই থামব', রামমন্দিরের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। 

PM Modi On Ram Jyoti: নিজ বাসভবনে 'রাম-জ্যোতি' জ্বাললেন মোদি

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এদিন অযোধ্যা থেকে ফিরেই দিল্লিতে নিজ বাসভবনে জ্বালালেন 'রাম-জ্যোতি।' ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি ট্যুইট করে দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।  

Modi On Ram Temple :'..একটা অলৌকিক মুহূর্ত', বললেন মোদি

'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত', অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী।  

Narendra Modi At Ayodhya : নতুন কালের শুরু : মোদি

'বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম। ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু' , অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী

Narendra Modi Ram Mandir :'রাম মন্দিরের নির্মাণ নতুন তেজের জন্ম দিয়েছে', বার্তা প্রধানমন্ত্রীর

 রামমন্দির প্রতিষ্ঠার দিনই (Ram Temple) বহুদিন ধরে চলে আসা বিতর্কের যবনিকা টানলেন প্রধানমন্ত্রী (PM Modi)। রামমন্দির প্রতিষ্ঠানের দিন এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সেটাও একটা সময় ছিল, যখন কিছু মানুষ বলেছিল যে, রামমন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। এরকম মানুষ ভারতের সামাজিক পবিত্র দিককে জানতেই পারেনি। রামলালার এই পবিত্র মন্দিরের নির্মাণ, ভারতীয় সমাজের শান্তি, সদভাবের প্রতীক। আমি দেখছিলাম, যে রাম মন্দিরের নির্মাণ কোনও আগুনকে নয়, নতুন তেজের জন্ম দিয়েছে।'

Yodi Adityanath On Ram Temple: '..অযোধ্যায় আর গুলির শব্দ শোনা যাবে না', মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

অযোধ্যায় আর গুলির শব্দ শোনা যাবে না, অযোধ্যায় আর কখনও কার্ফু জারি হবে না। কারণ আজ থেকে অযোধ্যায় রামরাজ্যের প্রতিষ্ঠা হল, মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

Narendra Modi Ram Mandir : 'রাম এলেন আমাদের মাঝে',বললেন প্রধানমন্ত্রী

'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে', অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী

Narendra Modi At Ayodhya : ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু : মোদি

'বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম। ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু' , অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী

Ram Mandir: বাড়িতে বসেই জায়ান্ট স্ক্রিনে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকলেন নবীন পট্টনায়ক

 বাড়িতে বসেই জায়ান্ট স্ক্রিনে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকলেন নবীন পট্টনায়ক 


 





Narendra Modi Ram Mandir : ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু, বললেন মোদি


'২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু' রাম মন্দির উদ্বোধনের পর বললেন মোদি। তিনি আরও বলেন, 'অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম'

Modi At Ayodhya Live : 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে' বললেন মোদি

মোদি বললেন, বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। 

Ayodhya Ram Mandir News Live : অযোধ্যা রামমন্দির থেকে বক্তব্য রাখছেন যোগী আদিত্যনাথ 

অযোধ্যা রামমন্দির থেকে বক্তব্য রাখছেন যোগী আদিত্যনাথ 


 





Ram Mandir Inauguration : রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। 

Ram Mandir Ayodhya : পীতবস্ত্রে, ফুলের সাজে, নয়নাভিরাম রূপে শিশু-রাম

অযোধ্যায় শেষ প্রাণপ্রতিষ্ঠা পুজো। পীতবস্ত্রে, ফুলের সাজে, নয়নাভিরাম রূপে শিশু-রাম। 

Ram Lalla Pran Pratistha: হল প্রাণপ্রতিষ্ঠা, দেখুন রামলালার মূর্তি

সংকল্প করলেন মোদি। হল প্রাণপ্রতিষ্ঠা, দেখুন রামলালার মূর্তি। 

Narendra Modi At Ayodhya Live : রাম মন্দিরের গর্ভগৃহে সংকল্প শুরু মোদির

রাম মন্দিরের গর্ভগৃহে সংকল্প শুরু মোদির


 





Narendra Modi At Ayodhya Live : রাম মন্দিরের গর্ভগৃহে সংকল্প শুরু মোদির

রাম মন্দিরের গর্ভগৃহে সংকল্প শুরু মোদির


 





Ayodhya Ram Mandir : রাম মন্দিরের উপর থেকে পুষ্পবৃষ্টি

রাম মন্দিরের উপর থেকে পুষ্পবৃষ্টি। ব্যাকগ্রাউন্ডে রাম-গান। আর কিছুক্ষণ পরেই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। 

Shri Ram Lalla Pran Pratishtha LIVE: রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলেন মুকেশ অম্বানী ও নীতা অম্বানি

রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলেন মুকেশ অম্বানী ও নীতা অম্বানি





Amit Shah Aarti Live : দিল্লিতে লক্ষ্মী নারায়ণ মন্দিরে অমিত শাহ

রাম মন্দির উদ্বোধনের দিন দিল্লিতে অমিত শাহ। করলেন আরতি। লক্ষ্মী নারায়ণ মন্দিরে আরাধনায় স্বরাষ্ট্রমন্ত্রী। 

Ayodhya Ram Mandir Live : রামমন্দির চত্বরে পৌঁছলেন সচিন তেন্ডুলকর

রামমন্দির চত্বরে পৌঁছলেন সচিন তেন্ডুলকর। রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। 

PM Modi At Ayodhya Live : অযোধ্যা বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কিছুক্ষণ পরই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যা বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী। 

PM Modi At Ayodhya Live : অযোধ্যা বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কিছুক্ষণ পরই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যা বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী। 

PM Modi At Ayodhya Live : অযোধ্যা বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কিছুক্ষণ পরই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যা বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী। 

Ayodhya Ram Mandir Live : অযোধ্য়া পৌঁছলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন

অমিতাভ বচ্চন, রণবীর কপূর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত, জ্য়াকি শ্রফ থেকে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফরা।

Ayodhya Ram Mandir Update : অযোধ্যায় সাবেকি সাজে রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা

রামলালার প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যায় তারকা সমাবেশ। পৌঁছে গেছেন চিরঞ্জীবী, রামচরণ, বিবেক ওবেরয়, মধুর ভাণ্ডারকর, সোনু নিগমরা। 

Ayodhya Ram Temple News Live : অযোধ্যায় পৌঁছলেন যোগী

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কিছুক্ষণ পরই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় পৌঁছলেন যোগী। 


 

Ayodhya Ram Mandir Inauguration : অযোধ্যায় চললেন তেলুগু অভিনেতা চিরঞ্জিবী ও রামচরণ

অযোধ্যায় চললেন তেলুগু অভিনেতা চিরঞ্জিবী ও রামচরণ। দেখুন তাঁদের স্টাইল স্টেটমেন্ট

Ayodhya Ram Mandir Live : রাম মন্দিরের আয়তন কত, জানুন খুঁটিনাটি

রাম মন্দিরের খুঁটিনাটি :  মোট বিল্ট আপ এরিয়া ৫৭ হাজার ৪০০ বর্গফুট। মন্দিরের মোট দৈর্ঘ ৩৬০ ফুট। প্রস্থে ২৩৫ ফুট। ভূ-পৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত উচ্চতা ১৬১ ফুট। রামমন্দিরের ৩টি তলের প্রতিটির উচ্চতা ২০ ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২। আর তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা ১২।

Ayodhya Ram Mandir : ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত

অযোধ্য় নির্মিত রাম মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি। ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত। দাবি নির্মাণের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রকল্প আধিকারিকের। মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২ দশমিক ৭ একর জমির ওপরে।

Ayodhya Ram Mandir : ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত

অযোধ্য় নির্মিত রাম মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি। ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত। দাবি নির্মাণের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রকল্প আধিকারিকের। মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২ দশমিক ৭ একর জমির ওপরে।

Ayodhya Ram Mandir : বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা

প্রতীক্ষার অবসান। আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নব নির্মিত রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। অযোধ্যা যেন উৎসব নগরী। হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা।

Ram Lalla Pran Pratishtha : ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণেই প্রাণ প্রতিষ্ঠা রাম লালার, কখন সেই শুভ ক্ষণ ?


৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণ। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান।

Ayodhya Ram Mandir Live : মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল

মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল। রাজস্থান থেকে আসা ঘি দিয়ে হবে রামলালার প্রথম আরতি। প্রস্তুতি শেষ, উৎসবমুখর রামজন্মভূমি। 

Narendra Modi News Live : বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী

বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১ থেকে দুপুর ২টো পর্য়ন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে রয়েছে জটায়ুর মন্দির। 

Ayodhya Ram Mandir Kolkata Rally : আজ কলকাতায় গেরুয়া ব্রিগেডের পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু

অযোধ্যাকে সামনে রেখে আজ কলকাতায় গেরুয়া ব্রিগেডের পদযাত্রা। নেতৃত্বে শুভেন্দু । মূল ভাবনায় অকালবোধন। থাকবে দেবী দুর্গার মূর্তি, পায়ের কাছে রামচন্দ্র। শুরু তরজা।

Modi Ram Lalla Pran Pratistha : সকাল ১০টা ৫৫-এয় মোদি যাবেন রামজন্মভূমিতে

সকাল ১০টা ৫৫-এয় মোদি যাবেন রামজন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। 

Ayodhya Ram Mandir Inauguration Live : আজ সকালেই অযোধ্যা পৌঁছবেন প্রধানমন্ত্রী

১১ দিন ধরে বিভিন্ন আচার পালনের পর তামিলনাড়ু থেকে আজ সকালেই অযোধ্যা পৌঁছবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন রাম মন্দিরের। সকাল ১০.২৫-এ অযোধ্যা বিমানবন্দরে নামবে বিমান। ১০.৪৫-এপৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। 

প্রেক্ষাপট

আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী


দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।


বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করলেন আরতি।


এদিন মোদির বার্তা, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম। ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু', অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী ।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.