অযোধ্যা : প্রথমে বেছে নেওয়া হয়েছিল ৩ হাজার জনকে। বেশ কয়েক ধাপের ইন্টারভিউ ও যোগ্যতা নির্ণায়ক পর্বের শেষে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধেও। অযোধ্যা রামমন্দিরের পুজো করবেন যে পুরোহিতরা, সেই তালিকায় রয়েছেন বৈদিক স্কলার মোহিত পাণ্ডে (Mohit Pandey)। কে তিনি ? কতদূর পড়াশোনা ? 


অযোধ্যা রামমন্দিরে পুজো করার জন্য গোটা দেশ থেকে মোট ৫০ জন পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের নিয়ে ৬ মাসের ট্রেনিং পর্ব চলছে। আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যা রামমন্দিরের (Ayodhya Ram Mandir)। তাঁর আগে জারি রয়েছে শেষ পর্বের প্রস্তুতি। আপাতত বাকিদের সঙ্গে সেই অনুশীলনেই ব্যস্ত মোহিতও। উত্তরপ্রদেশের লখনউ শহরের বাসিন্দা মোহিত পাণ্ডে এই মুহূর্তে তাঁর স্নাতকোত্তর (আচার্য) কোর্স করছেন তিরুপতিতে তিরুমালার তিরুপতি দেবাস্থানাম চালিত শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ে (Sri Venkateswara Vedic University )।


গাজিয়াবাদের দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রাক্তনী মোহিত পাণ্ডে। উত্তর ভারতের অন্যতম পরিচিত মন্দির শ্রী দুধেশ্বর মন্দির বিশ্বখ্যাত। যে মন্দির প্রাঙ্গন লাগোয়া এলাকাতেই প্রতিষ্ঠিত স্কুলে ক্লাস ৬ থেকে ১২ পর্যন্ত টানা ৭ বছর কাটিয়েছেন তিনি। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রধান পিতাধিশ্বর মহন্ত নারায়ণ গিরি জানিয়েছেন, গত ২৩ বছর ধরে হাজার হাজার পড়ুয়া বেদ ও বিভিন্ন রীতিনীতি নিয়ে শিক্ষিত হয়েছে বেদ বিদ্যাপীঠে। এই মুহূর্তে প্রায় ৭০ জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত মন্দিরে পুরোহিত বা আচার্যের কাজ করছেন। আর এখানেরই প্রাক্তনী মোহিত পাণ্ডে ভগবান রামের সেবার জন্য অযোধ্যা মন্দিরে পুজো করার দায়িত্ব পেয়েছে।


দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে জীবনের প্রথম ও সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের শিক্ষা গ্রহণের পরে তিরুপতির শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ের (SVVU) পড়ার জন্য যান মোহিত। সেখানে শাস্ত্র নিয়ে স্নাতক পর্বের (২০২০-'২১) শিক্ষাগ্রহণ সম্পূর্ণ করার পর আপাতত আচার্য বিভাগে স্নাতকোত্তর পর্বের পড়াশোনা চালাচ্ছেন তিনি। তাঁদের বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়া অযোধ্যা রামমন্দিরে পুজো করার গুরুদায়িত্ব পাওয়া নিয়ে অত্যন্ত খুশি এসভিভিইউয়ের ভাইস চ্যান্সেলার রানি সদাশিব মূর্তি। তাঁর মতে পুজোয় নিয়োজিত প্রাণ, কম কথা বলার মোহিত অত্যন্ত দক্ষ পুরোহিত হওয়ার সমস্ত গুণ রয়েছে।


শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ের অন্য এক আধিকারিক জানান, অযোধ্যা রামমন্দিরের জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া ৩ হাজার জনের মধ্যে মোহিত থাকার জেরেই তাঁকে আচার্য বিভাগে স্নাতকোত্তর বিভাগে বেছে নেওয়া হয়েছিল। যারপরে মন্দিরে পুজোর দায়িত্ব পাওয়া মূল ৫০ জন পুরোহিতের মধ্যে স্থান করে নেয় ও। আপাতত অযোধ্যায় ৬ মাসের অনুশীলন পর্বে কঠোরভাবে নিয়োজিত রয়েছে মোহিত। 


আরও পড়ুন- নতুন বছরে সৌভাগ্যের দরজা খুলছে ৪ রাশির, কোন জাতকদের জীবনে অর্থলাভ ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।