ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, সঞ্চয়ন মিত্র, কলকাতা : মন্দিরের রাজকীয় জৌলুস, সেই সঙ্গে রাম লালার রাজ-বেশ। এর ওপর বালক রামের জন্য় চোখ ধাঁধানো সব উপহার সামগ্রী! দেশবাসীর পর্যটনের অন্যতম পছন্দের ডেস্টিনেশনএখন অযোধ্য়া। SBI রিসার্চের সাম্প্রতিক গবেষণা পত্রে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশে রাম মন্দির এবং অন্য পর্যটন কেন্দ্রগুলির কারণে ২০২৪-২৫ অর্থবর্ষে যোগী সরকার পাঁচ হাজার কোটি টাকার কর সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে অযোধ্যা।
কোন সেলিব্রিটির কত অনুদান:
রাম মন্দিরের জন্য় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি বিশেষ অ্য়াকাউন্ট তৈরি করে দিয়েছিল স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে শুরু হয় অর্থ সাহায্য়। এগিয়ে আসেন শিল্পপতি থেকে সেলিব্রিটি-ধর্মগুরুরা। সূত্রের খবর, বলি তারকাদের মধ্য়ে অক্ষয় কুমার রাম মন্দিরের জন্য় ১০ কোটি টাকা দিয়েছেন। শোনা যাচ্ছে শাহরুখ খান ৫ কোটি টাকা দিয়েছেন। ৫ কোটি টাকা দিয়েছেন অমিতাভ বচ্চনও। কঙ্গনা রানাউত দিয়েছেন ২ কোটি,
সঙ্গীতশিল্পী সোনু নিগম, ক্রিকেটার গৌতম গম্ভীরও ১ কোটি করে টাকা দিয়েছেন। সাধারণ ভক্তদের দানেও উপচে পড়ছে রামলালার ভাণ্ডার।
প্রতিদিন কত প্রণামী :
প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত আসছেন রামলালার টানে। শুক্রবার ভক্তের সংখ্যাটা ১২ লাখ ছুঁয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কদিনে ভক্তদের কাছ থেকে কয়েক কোটি টাকা প্রণামী মিলেছে। এছাড়া রামলালার জন্য় অন্য় উপহার তো আছেই। শোনা যায়, সোমবার মন্দির উদ্বোধনের পর, মঙ্গলবার সকাল ১০টায় কাউনটার খোলা হয়। সেই একদিনেই প্রায় সাড়ে ৩ কোটি টাকা অর্থ সংগ্রহ হয়।
SBI গবেষণার দাবি :
ট্রাস্টের হিসাব অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার, এই ৪ দিনে প্রায় ১২ লক্ষ দর্শনার্থী মন্দিরে এসেছেন। SBI সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশে রাম মন্দির এবং অন্য পর্যটন কেন্দ্রগুলির কারণে ২০২৪-২৫ অর্থবর্ষে যোগী সরকার পাঁচ হাজার কোটি টাকার কর সংগ্রহ করতে পারে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে প্রতিবছর আড়াই কোটি ভক্ত যান। সেখানকার বার্ষিক আয় ১২০০ কোটি টাকা। বৈষ্ণো দেবীতে প্রতিবছর যান গড়ে ৪০ লক্ষ পর্যটক, সেখানকার বার্ষিক আয় ৫০০ কোটি টাকা। আগ্রার তাজমহল দর্শনে যান ৭০ লক্ষ পর্যটক, সেখানকার বার্ষিক আয় ১০০ কোটি টাকা। আগ্রা ফোর্টে বছরে ৩০ লক্ষ দর্শনার্থী যান, সেখানকার বার্ষিক আয় ২৭.৫ কোটি টাকা।
এদিকে, অযোধ্য়ার রামমন্দিরে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। টানা ৪৫ দিন ধরে চলবে এই রাগ সেবা অনুষ্ঠান। নতুন মন্দিরে রামলালার মূর্তির সামনে বিশেষ মণ্ডপে রাগ সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। যন্ত্র সঙ্গীতের সুর মূর্চ্ছনাতেও ভাসবে রাম মন্দির চত্বর।