নয়াদিল্লি : অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার পরেই অযোধ্যায় (Ayodhya) শুরু হয়ে যাবে রাম মন্দিরের উদ্বোধন। প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে চলছে বিশাল প্রস্তুতি। প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠানের জন্য সাধু-সন্ত, তারকা, রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সব সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। একাধিক রাজ্য সরকারও সেই পথে হেঁটে পাবলিক হলিডে ও অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। 


২২ জানুয়ারি কোন কোন রাজ্য কেমন ছুটি ঘোষণা করেছে ?


উত্তরপ্রদেশ-  ২২ জানুয়ারি রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মদের দোকানও থাকবে বন্ধে।


গুজরাত- ২২ জানুয়ারি গুজরাতের সমস্ত সরকারি অফিস অর্ধ দিবস বন্ধ থাকবে। 


ছত্তীসগঢ়- ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘোষণা করেছেন, সোমবার সব সরকারি অফিস দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। 


মধ্যপ্রদেশ- এই রাজ্যেও ২২ জানুয়ারি সব স্কুল বন্ধ থাকবে। সরকারি অফিসগুলি অর্ধ দিবস অর্থাৎ দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। এর পাশাপাশি এই রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।


হরিয়ানা- এই রাজ্যেও সমস্ত স্কুল বন্ধ থাকবে। এখানেও রাজ্য সরকার ড্রাই ডে ঘোষণা করেছে। 


ওড়িশা- সব সরকারি অফিস, রেভিনিউ ও ম্যাজিস্ট্রেট আদালতও অর্ধ দিবস বন্ধ থাকবে।


অসম - অসম সরকার সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।


উত্তরাখণ্ড- দুপুর আড়াইটা পর্যন্ত এই রাজ্যে বন্ধ থাকবে সব সরকারি অফিস। তবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।


মহারাষ্ট্র- ২২ জানুয়ারি পাবলিক হলিডে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।


রাজস্থান- সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি


গোয়া- সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।


ত্রিপুরা - দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।


হরিয়ানা- সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ছুটি ঘোষণা।


চণ্ডীগড়- সব অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে।


পুদুচেরি- পাবলিক হলিডে ঘোষণা করেছে পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে