অযোধ্যা : অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর উদযাপন উপলক্ষে জমায়েত করেছেন বহু ভক্ত। শনিবার এই উৎসবরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এক বালিকা। যাকে রামলাল্লার রূপে সাজিয়ে তোলা হয়েছিল। মহারাষ্ট্র থেকে ওই বালিকা রামলাল্লার বেশে পৌঁছতেই তাকে ঘিরে ওঠে 'জয় শ্রী রাম' স্লোগান। শুক্ল যজুর্বেদের মন্ত্রের মাধ্যমে অগ্নিহোত্র দিয়ে শুরু হয় দিনটির। এর সঙ্গে সঙ্গে ছয় লক্ষ শ্রী রাম মন্ত্র জপ করা হবে। সঙ্গে সঙ্গে চলবে রাম রক্ষা স্তোত্র ও হনুমান চালিসা পাঠ। মন্দির চত্বরে 'অঙ্গদ টিলা'-র কাছে রাম কথারও পরিকল্পনা করা হয়েছে।   


গত বছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। যদিও হিন্দু ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর এক বছরের উদযাপন হল আজ, শনিবার। গত বছর পৌষ মাসের শুক্ল পক্ষে এই অনুষ্ঠান হয়েছিল। এ বছর শুক্ল পক্ষ পড়েছে ১১ জানুয়ারি। তাই এদিনই প্রাণ-প্রতিষ্ঠা-বার্ষিকী পালন করা হয়। 


এই প্রাণ-প্রতিষ্ঠা-বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৬ বছরের এক শিশু পাঞ্জাবারে ফাজিলকা জেলা থেকে ১ হাজার কিলোমিটারের বেশি রাস্তা দৌড়ে আসে। এদিন তাকে সংবর্ধনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাঞ্জাবের আবোহর শহর থেকে নভেম্বরের ১৪ তারিখে যাত্রা শুরু করেছিল মহব্বত। শুক্রবারই সে অযোধ্যায় সরযূ নদীর তীরে পৌঁছয়। সে প্রায় ১২০০ কিলোমিটার পথ দৌড়েছে। প্রত্যেক দিন ১৯ থেকে ২০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এক বিবৃতিতে এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশ সরকার।


এদিকে রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে এদিনই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "অযোধ্যায় রাম লাল্লার প্রথম প্রাণ-প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। শতাব্দীর পর শতাব্দীর ত্যাগ, তপস্যা ও সংগ্রামের পর নির্মিত এই মন্দিরটি আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য। আমি আত্মবিশ্বাসী যে, এই দিব্য ও মহৎ রাম মন্দির একটি উন্নত ভারতের সংকল্প সাধনে মহান অনুপ্রেরণা হয়ে উঠবে।"