জন্মভূমিতেই রামমন্দির, মসজিদ অন্যত্র, অযোধ্যা রায় নিয়ে দেখে নিন দেশের একাধিক সংবাদপত্রের শিরোনাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2019 11:40 AM (IST)
1
2
3
4
5
6
7
8
9
10
11
অযোধ্যা জমি বিতর্কে ঐতিহাসিক রায় ভারতের সর্বোচ্চ আদালতের। পাঁচ বিচারপতি সর্বসম্মত হয়ে রায়ে জানায়, অযোধ্যার বিতর্কিত জম্মভূমিতেই হবে রামের মন্দির। রামমন্দির তৈরি করতে ট্রাস্ট গঠনের নির্দেশ কেন্দ্রকে। একই সঙ্গে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। শনিবারের এই রায়ের পর আজ রবিবার দেশের প্রথম সারির সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিন।