নয়াদিল্লি : ক্রমাগত তুষারপাতের কারণে পরিস্থিতি কঠিন কেদারযাত্রার ( Kedarnath ) । প্রথম থেকে আসছে নানা বাধা। নতুন করে রেজিস্ট্রেশনও বন্ধ করা হয়েছে বিভিন্ন সময়ে। এবার বাধা বদ্রীনাথ যাত্রাও। উত্তরাখণ্ডের  জোশীমঠের কাছে ভয়ঙ্কর ধসের কারণে আপাতত বন্ধ হয়ে গেল বদ্রীযাত্রা ( Badri Nath )।


বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রা


আপাতত বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ।  জোশীমঠের কাছে এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্পের টানেল নির্মাণের কাজ চলছিল। সূত্রের দাবি, বৃহস্পতিবার নির্মাণ কাজের জন্য একটি বিস্ফোরণ ঘটানো হয়। এর পরই পাহাড়ের একটি অংশ ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তায় আটকে হাজারের বেশি গাড়ি। জল, খাবারের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন আটকে পড়া পর্যটকরা। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রা।  


ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে


বদ্রীনাথ হাইওয়েতে পাহাড় ধসের ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। পাহাড় ধসে মহাসড়ক বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা বন্ধের পর অনেক জায়গায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। সূত্রের খবর, হাজার হাজার যাত্রী পথে আটকা পড়েছেন। প্রশাসন এ তথ্য জানিয়েছে। সিও কর্ণপ্রয়াগ অমিত কুমার বলেন, "হেলাং-এর বদ্রীনাথ রাস্তা খোলার পর যাত্রীদের যেতে দেওয়া হবে। ট্রাফিক নিরাপত্তার বিষয়ে পুলিশের সতর্কতা রয়েছে, পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।"


 







এই ভিডিওটিতে দেখা যায়, পুরো পাথর ভেঙে সড়কের ওপর পড়ে রয়েছে। পাথর পড়ার ভিডিওটি ভয়ঙ্কর। ভিডিওতে পাথর ভাঙার ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে। ভিডিওতে ঘটনাস্থল থেকে লোকজনের চিৎকারের শব্দও শোনা যাচ্ছে। ভয়ঙ্কর ধস ও তারপর লোকজনকে এদিক ওদিক ছুটে পালাচ্ছেন। পাহাড় ধসে পড়ার এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষ আতঙ্কিত ! যেখানে এই পাথর পড়েছে, সেখানে যাত্রীবাহী অনেক যানবাহনও দেখা যাচ্ছে ভিডিওতে। যদিও  যানবাহন ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছেন। যাত্রাপথে আটকে থাকা তীর্থযাত্রীরা জানান, "ভগবান বদ্রীর বিশালের কৃপা তাঁর ভক্তদের ওপর। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেভাবে পাহাড় ভেঙেছে তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। হাজার হাজার যাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। "