Balochistan Train Hijack: পাহাড়ের কোল ঘেঁষে এগোচ্ছিল ট্রেন, হঠাৎ ধোঁয়ায় ছেয়ে গেল চারিদিক, বালুচিস্তানে হাইজ্যাকের ভিডিও ভাইরাল

Pakistan Train Hijack: এখনও পর্যন্ত BLA-র বিরুদ্ধে অভিযান চলছে পাকিস্তানে।

Continues below advertisement

নয়াদিল্লি: যাত্রীসমেত আস্ত ট্রেন হাইজ্যাক হয়েছে পাকিস্তানে। পণবন্দি যাত্রীদের উদ্ধার করতে এখনও অভিযান চালাচ্ছে পাক সেনা। আর সেই আবহেই রেললাইনে বিস্ফোরণ ঘটানোর ভিডিও প্রকাশ করল Baloch Liberation Army (BLA). এলোপাথাড়ি গুলির সঙ্গে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়েই ট্রেনটিকে ছিনতাই করা হয় বলে জানা গিয়েছে। সেই মুহূর্তের ভিডিওই সকলের সামনে তুলে ধরল বালোচ লিবারেশন আর্মি। (Balochistan Train Hijack)

Continues below advertisement

মঙ্গলবার দুপুরে প্রায় ৫০০ যাত্রীসমেত Jaffar Express-টিকে ছিনতাই করে BLA. এর পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে পণবন্দিদের উদ্ধার করতে বেগ পেতে হয় পাক সেনাকে। তবে বুধবার বিকেল পর্যন্ত পণবন্দি ১৯০ জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। সেনা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে BLA-র ৩০ সদস্য মারা গিয়েছেন বলে জানিয়েছে দেশের সংবাদমাধ্যম Dawn. (Pakistan Train Hijack)

এখনও পর্যন্ত BLA-র বিরুদ্ধে অভিযান চলছে পাকিস্তানে। আর সেই আবহেই একটি ভিডিও প্রকাশ করেছে BLA. ১ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গিয়েছে, রুক্ষশুষ্ক পাহাড়ি এলাকায়, রেললাইন ধরে ছুটে চলেছে ট্রেনটি। হঠাৎই লাইন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠে আসে। একটি পাহাড়ের চূড়ায় সেই সময় মোতায়েন থাকতে দেখা যায় BLA সদস্যদের। অন্য দিকে ট্রেনটিকে দাঁড় করিয়ে, যাত্রীদের বেশ কয়েকটি দলে ভাগ করে দাঁড় করিয়ে রাখার দৃশ্যও চোখে পড়ে। তাঁদের ঘিরে থাকতে দেখা যায় সশস্ত্র লোকেদের। 

Dawn জানিয়েছে, কোয়েট্টা থেকে ১৫৭ কিলোমিটার দূরে, মাশকফ সুড়ঙ্গের কাছে যাত্রীদের যে পণবন্দি করে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে থেকে ১৯০ জনকে উদ্ধার করা গিয়েছএ। তাঁদের মধ্যে ৩৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে মোট ৫৭ জন ভর্তি রয়েছেন। আফগানিস্তানে নিজেদের হ্যান্ডলারদের সঙ্গে BLA সদস্যদের যোগাযোগ রয়েছে বলেও জানা যাচ্ছে।

দু'পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত BLA-র ৩০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাক সংবাদমাধঅযন সূত্রে খবর, নিরীহ যাত্রীদের শুধু পণবন্দিই করা হয়নি, পণবন্দিদের সঙ্গে আত্মঘাতী জঙ্গিও মোতায়েন করে রাখা হয়েছিল। বিস্ফোরক লাগানো জ্যাকেট পরে ছিল জঙ্গিরা। নিরীহ যাত্রীদের জঙ্গিরা মানব ঢাল হিসেবে ব্যবহার করছিল বলেও দাবি পাক সরকারের। BLA বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন, পাকিস্তান যদিও তাদের জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola