প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের। এবার ত্রিপুরার ৩ শ্রমিককে কাঁটাতারের ওপারে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ। কনকনে শীতে খোলা আকাশের নীচে রাতভর অত্যাচারের অভিযোগ। পরে ৩ ভারতীয় শ্রমিককে ছেড়ে দেওয়ার হয়। 

সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধ-জিগির.। কাঁটাতার দিতে বাধা দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। এরইমধ্য়ে এবার, ত্রিপুরায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে, ৩ শ্রমিককে বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে অত্য়াচারের অভিযোগ উঠল। ত্রিপুরার সিপাহীজলা জেলা। এপারে কমলাসাগর ওপারে কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া। মাঝে কাঁটাতারের সীমান্ত। সেখানেই জিরো পয়েন্টে, কাঁটাতারের ওপাড়ে দেড়শো গজের মধ্য়ে, ভারতীয় ভূখণ্ডে চাষাবাদের কাজ করেন, সিপাহীজলা জেলার নন্দকুমারের বাসিন্দা, এই ৩ জন।

অভিযোগ, মঙ্গলবার, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে, ভারতীয় ভূখণ্ডে ঢুকে, এই ৩ জনকে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হয়। চলে মানসিক অত্য়াচার। হুমকি, হুঁশিয়ারি। এরপর ৩ জনকে, প্রথমে সেখানকার কসবা থানা, পরে, ব্রাহ্মণবাড়িয়া থানায় তুলে দেওয়া হয়। এরপর, রাত প্রায় ১২টা-১টা নাগাদ ছেড়ে দেওয়া হয় থানা থেকে। আটক হওয়া ৩ ভারতীয়র দাবি, শীতের রাতে, কনকনে ঠান্ডায় কোনওক্রমে জঙ্গলে রাত কাটান তাঁরা। পরদিন সকালবেলা, BSF-এর তৎপরতায় তাঁরা দেশে ফিরে আসেন। আটক হওয়া ত্রিপুরার নাগরিক দুর্যোধন দেববর্মার অভিযোগ,  আমরা কাজ করতে গেছি। এসে ধরে নিয়েছে। থানায় নিয়ে গেছে। ক্ষেত কোপানোর জন্য় গেছিলাম। সিভিল ড্রেসে এসে ধরে নিয়েছে।  ১টা, ১২টা এমন সময়, আমাদের তো ঘড়ি নেই। রাতে ছেড়ে দিয়েছে। জঙ্গলের ভিতরে ঘুমিয়েছি। সকালে ৮টা, সাড়ে টা BSF ডাক দিয়েছে। BSF তুলে এনেছে।৩ ভারতীয়কে উদ্ধারের পর, মধুপুর থানার হাতে তুলে দেয় BSF. সেখান থেকেই গ্রামে ফিরে আসেন তাঁরা। বাড়ি ফিরলেও, এখনও চোখে মুখে তাঁদের আতঙ্কের ছাপ।সীমান্তে, কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায়ই চাষের কাজ করতে যান এই এলাকার মানুষ। এই ঘটনার পর, রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দেববর্মা বলেন, "ওঁরা আগে থেকেই, বিগত ১৫-১৬ বছর তাঁরা মোটামুটি এখানে বাংলাদেশের কমলাসাগর, সেখানে BSF একটা গেট আছে। ওই গেট দিয়ে বিভিন্নকাজে প্রায়ই যেত। তাঁরা গরিব মানুষ। BSF-এর কাছে ডকুমেন্ট দেখিয়েই যায়। বাংলাদেশে বিবাদ সৃষ্টি হয়েছে। তারা ভারতের যেকোনও লোক পেলে তারা, বিভিন্নভাবে আক্রমণ করে। বা ক্ষতি করার চেষ্টা করে।'' আরও পড়ুন: Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের