ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ( Sheikh Hasina ) পদত্যাগের দাবিতে বিএনপি-র (BNP) জমায়েত ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষ (Clash)। পুলিশের উপর বিএনপি সমর্থকরা পাথরবৃষ্টি করেন বলে অভিযোগ।


হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ


 শনিবার বাংলাদেশে বিরোধী দল বিএনপি-র সমাবেশকে ঘিরেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, অবাধ ও সুষ্ঠ নির্বাচন-সহ অন্যান্য দাবি এদিন মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। জড়ো হয়েছিলেন হাজার মানুষ। মূলত, উত্তেজনার সূত্রপাত, পৃথক একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়া শাসক আওয়ামি লিগের সমর্থক বোঝাই একটি বাসের উপর হামলার পর।


দু'দলের সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ


আওয়ামি লিগ সমর্থকদের অভিযোগ, হামলা করে বিএনপি সমর্থকরা। বিএনপি-র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। এরপরই দু'দলের সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। গোটা ঘটনার প্রতিবাদে বিএমপি-র পক্ষ থেকে রবিবার দিনভর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হিংসা থামাতে ঢাকা জুড়ে ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী বছরের শুরুতেই সম্ভবত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে।


কোনও 'অভ্যন্তরীণ ষড়যন্ত্র'কে সহ্য করবে না বাংলাদেশ


সম্প্রতি বাংলাদেশের সরকারের বক্তব্য সেখানকার মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, দেশের নির্বাচন সংক্রান্ত কোনও 'অভ্যন্তরীণ ষড়যন্ত্র'কে সহ্য করবে না বাংলাদেশ। শেখ হাসিনা সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে বদ্ধ পরিকর বলেও দাবি সরকারের তরফে।   


'এটা মনে রাখতে হবে..'


প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে একাধিক ধর্মীয় ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সরাসরি সেই বিষয়ে মন্তব্য না করলে শেখ হাসিনা বলেছিলেন, 'বাংলাদেশে সব ধর্মের সমান অধিকার আছে, মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে, আল্লাহ সব কিছুর বিচার করবেন। কোনও মানুষের সেই অধিকার নেই, এটা মনে রাখতে হবে'। 


আরও পড়ুন, প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী, বললেন..


'যারা মন থেকে ইসলামে বিশ্বাস করে...'


শেখ হাসিনা এও বলেছিলেন যে যারা মন থেকে ইসলামে বিশ্বাস করে তাদের অবশ্যই অন্যান্য ধর্মের প্রতি সহনশীল হতে হবে। বঙ্গবন্ধু-কন্যার কথায়, 'আল্লাহ আমাদের জীবন দিয়েছে। তাই আমাদের জীবন নেওয়ার ক্ষমতা কেবল তাঁরই রয়েছে। কারওকে হত্যা করা কোরানের বিরুদ্ধে। প্রত্যেককেই অন্য ধর্মের প্রতি সহনশীল হতে হবে।'