গ্রাম বাংলায় একটা প্রচলিত শব্দবন্ধ আছে। কারও ওপর রাগ প্রকাশে বলা হয়, তোর কাঁথায় আগুন! আর ভারতের ওপর গোঁসা করে বিএনপি নেতা রুহুল কবীর রিজভি প্রথমে ভারতীয় শাড়ি পুড়িয়েছিলেন, আর তারপরে জয়পুরী বেড কভার পোড়ালেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। কাঁথার বদলে নিজের সংগ্রহের শাড়ি-চাদর পোড়ানোতেই আনন্দ খুঁজে পেয়েছেন তিনি। এবার ভারত-বিদ্বেষ আরও চরমে তুলতে, জয়পুরী বেড কভার পোড়ালেন বিএনপি নেতা রিজভি। তবে তাঁর এই ভারতীয় জিনিস বয়কটের ডাকে বাংলাদেশের আম-আদমি কতটা সাড়া দিচ্ছে তা অবশ্য বলা যাচ্ছে না। কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশীদের কেনাকাটা করার যা ধুম তাতে, মনে হয় না রিজভির বাণী তাঁদের কানের ভিতর দিয়ে মরমে তো দূরের কথা, কানেও পৌঁছেছে বলে!
মঙ্গলবার প্রকাশ্যে আসা একটি ভিডিও-য় দেখা যায় ভারতবিদ্বেষী রিজভি বলছেন, 'আমরা আজকে প্রতীকীভাবে ভারতের জয়পুরের, রাজস্থানের রাজধানী জয়পুর, সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট আজকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আমরা বেডশিট...' এর আগে অবশ্য বাংলাদেশের শাড়ি পুড়িয়েছিলেন তিনি। দেখা যায়, BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির সামনেই পোড়ানো হচ্ছে তাঁর স্ত্রীর একটি ভারতীয় শাড়ি। আর তিনি চিৎকার করে বলছেন ভারতীয় জিনিস বয়কটের কথা।
কিন্তু, ভারতীয় জিনিসের প্রতি ভালবাসা যে বাংলাদেশের কারও পক্ষেই মন থেকে অস্বীকার করা অসম্ভব, তাও দেখা গেল এই অনুষ্ঠানেই। যে শাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য ছুড়ে ফেলেন BNP নেতা, সেই শাড়িই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছিলেন এক মহিলা। তাকে অবশ্য আটকানো সম্ভব হয় । রিজভি অবশ্য থামার লোক নয়, তার বয়কটের ডাক কে শুনল না শুনল না ভেবেই তিনি সরব । তিনি বিষোদ্গার করেই চলেছেন। দেশীয় পণ্য, কিনে হও ধন্য’- এই বার্তাকে সামনে রেখে তিনি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের বেডকভার পোড়াচ্ছেন। ভারতের বিরুদ্ধে কুৎসা করছেন।
এখানেই শেষ নয়, মঙ্গল বার তিনি সরাসরি নিশানা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে । বলেন, 'আমি বলেছিলাম, আপনারা যদি দাবি করেন, তাহলে আমাদের নবাবের যে অংশ, বাংলা, বিহার, ওড়িশা, সেটাও আমরা দাবি করব। এবং এটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাকি গোঁসা হয়েছে। কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে, ওড়িশা, বিহার দখল করতে, আমরা কি ললিপপ খাব? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষব?'
যদিও এই হুঙ্কার-টুঙ্কারের মধ্যেই ভারত থেকে বাংলাদেশে গেল ১০০ টন আতপ চাল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Update: কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে