অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কুয়াশার চাদরে মুড়ল রাজ্যের একাধিক জেলা। সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়তে পারে শীত। কাল থেকে পারদ নামার সম্ভাবনা। ৩দিনে কলকাতা নামতে পারে ১৫ ডিগ্রিতে। 


দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। আজ এটি স্থলভাগে ঢুকতে পারে। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া। সকালে কুয়াশা ছিল রাজ্যের একাধিক জেলায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অবাধ উত্তুরে হাওয়ায় পারদ নামবে। রাজ্যজুড়েই তাপমাত্রা আগামী কয়েকদিনে ধীরে ধীরে নামবে। তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শনিবার শীতের আমেজ অনেকটাই বাড়বে। কোথাও কোথাও জাঁকিয়ে শীতের সম্ভাবনা। 


দক্ষিণবঙ্গের আবহাওয়া: রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজ বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা। বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা তিন জেলায়। বেলা বাড়লে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা।


উত্তরবঙ্গের আবহাওয়া: ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার আশঙ্কা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। চার জেলাতে ঘন কুয়াশা। বাকি চার জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। 


কলকাতার আবহাওয়া: শহরে ২ ডিগ্রি নেমেছে রাতের তাপমাত্রা।  রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের নিচে। শীতের আমেজ বাড়ছে। শনিবারের মধ্যে আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৭ শতাংশ। 


 ভিনরাজ্যের আবহাওয়া: শৈত্য প্রবাহের পরিস্থিতি জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাডু, পন্ডিচেরি, কড়াই কালে। ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Coochbehar News: অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু, যোগাযোগ ব্যবস্থায় প্রভাব, ভোগান্তি যাত্রীদের