ঢাকা : দুর্গাপুজো কি আদৌ করা যাবে এবার, ছুটি কি দেবে নতুন সরকার ? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আতঙ্কে ভুগছিলেন। তবে স্বস্তির খবর এল পুজোর আগেই। অন্যবারের থেকে এবার পুজোর ছুটি বাড়িয়ে দিচ্ছে অন্তর্বতীকালীন সরকার। 


শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই  উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। বারবার উঠছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ। বাংলাদেশের জেলা জেলা থেকে আসছে  সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ। সে-দেশের মন্দিরের উপর আক্রমণের ছবিও ভাইরাল হয়েছে ।  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ  ইউনূসকে এ বিষয়ে চিঠিও দেন বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংগঠনের তরফে। সেখানে দাবি করা হয়,'আমরা সারা রাত আমাদের বাড়ি ও মন্দির পাহারা দিয়ে কাটাচ্ছি। আমার জীবনে কখনো এমন ঘটনা দেখিনি।' 


এই পরিস্থিতিতেই উদ্বেগ তৈরি হয়েছিল সে-দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের  প্রধান উৎসব দুর্গাপুজো পালন নিয়ে।  দুর্গোপুজোর ছুটি উঠে যেতে পারে বলেও মনে করছিলেন ওপার বাংলার মানুষরা। তারই মধ্যে দুর্গাপুজোর জন্য অন্ততপক্ষে তিনদিন ছুটির সুপারিশ করা হয়।  হিন্দু সম্প্রদায়ের এই দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ওঁদের সঙ্গে কথা বলেছি। আমি ওঁদের আশ্বস্ত করেছি যে, আমি নিশ্চয়ই বিষয়টি নিয়ে আলোচনা করব।


অবশেষে বাংলাদেশ দুর্গাপুজো জুড়ে ছুটির কথা ঘোষণা করল। ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেছেন এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকার জানান, 


 "সাধারণত, বাংলাদেশে দুর্গাপুজোর জন্য একটি ছুটি ধার্য  ছিল।  কিন্তু এবার দুটি সরকারি ছুটি থাকবে এই সপ্তাহেই। ২ দিন ছুটি ছাড়াও শনি-রবি ছুটি তো থাকছেই। সাপ্তাহিক ছুটির দুই দিন যোগ হচ্ছে। বাংলাদেশে দুর্গাপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত কার্যকর করা হবে । ''


এই ছুটির কথা আনুষ্ঠানিক ঘোষণা করে তিনি বলেন  ৫ অগাস্টের পরিবর্তনের পর যাঁরা সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  


এর পাশাপাশি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী,  হিন্দুদের আশ্বাস দিয়ে বলেন, এবারের পুজো খুব ভাল ভাবে হবে । কোনও অসুবিধা টেরই পাবেন না তাঁরা।  পুজোর সময় গন্ডগোল এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে