ঢাকা : ৮ দিন ধরে জেলবন্দি বাংলাদেশের ISKCON-এর সন্ন্যাসী। এবার জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আক্রান্ত হলেন। আদালতে সন্ন্যাসীর হয়ে সওয়াল করায় আইনজীবী রমেন রায়ের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগ জানিয়েছেন কলকাতা ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। রমেন রায়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে, নৃশংসভাবে মারধর করেছে কট্টরপন্থীরা, এমনই অভিযোগ করছেন কলকাতা ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট। মারধরের জেরে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আইনজীবী, এক্স হ্যান্ডলে এমনই পোস্ট করেছেন রাধারমণ দাস।
৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব। এই আবহে সামনে এল আইনজীবীর ওপর হামলার ঘটনা। গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়াল করেছিলেন। আগামীকাল আরও একটি মঙ্গলবার। ফের সওয়াল করার কথা ছিল। তার আগেই রমেন রায়ের বাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। এই মুহূর্তে তিনি বাংলাদেশেরই একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেই ছবি পোস্ট করেছেন রাধারমণ দাস।
কোথাও মন্দির লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি, দরজা ভাঙার চেষ্টা, কোথাও আবার তাণ্ডব চলেছে ইসকনের কেন্দ্রে, কোথাও আবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘর-বাড়ি। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। তারপরও, নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে। এই নিয়ে চিন্ময়কৃষ্ণ দাস-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে ইউনূস সরকারের পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাসের সচিবও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে