ঢাকা: ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। আর এই পরিস্থিতিতে শাট ডাউনের ঘোষণা বাংলাদেশ সরকারের। বন্ধ করা হয়েছে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গণ পরিবহন পরিষেবা। গতকাল দেখা যায়, ফেরি পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।  ঢাকার আশপাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সংক্রমণ বৃদ্ধির জেরে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে।


উত্তরোত্তর করোনা সংক্রমণের জেরে বুধবার মধ্যরাত থেকে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবাও। মঙ্গলবার বাংলাদেশ রেলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি এই কথা জানানো হয়। রেলের এক আধিকারিক গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পরিষেবা। তবে জরুরি পরিষেবা জারি থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।


গতকাল বৃহস্পতিবারের স্বাস্থ্য বিভাগের বুলেটিন অনুযায়ী  ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যু হয়েছে ৮১ জনের। জানা গিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২০ শতাংশ। গত তিন সপ্তাহে করোনা আক্রান্তের হার ক্রমশ বাড়ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ১৪ জুন থেকে প্রতিদিন মৃতের সংখ্যা ৫০ জনের বেশি রয়েছে। এই পরিস্থিতিতে শাট ডাউনের পথে হাঁটল সরকার।


অর্থাৎ যত দিন যাচ্ছে ততই পরিস্থিতির অবনতি হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের ৪০টি জেলাকে ঝুঁকিপূর্ণ বলে ব্যাখ্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি আলফা, বিটা ও ডেলটা ভাইরাসের এই ৩ ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । পাশাপাশি কোভিড–১৯ সংক্রান্ত বাংলাদেশের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, গত কয়েকদিনে দেশের ৫০টির বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ করা গিয়েছে। দেশের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছেবাংলাদেশে। বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। দেশের স্বাস্থ্য বিভাগ বলছে এই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা তুলনায় অনেক বেশি।