ঢাকা: আগামী ১৪ দিনের জন্য ভারতের সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। ভারতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। তাই সর্তকতা অবলম্বন এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। 


বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজ, রবিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার প্রস্তাব জমা পড়েছিল বৃহস্পতিবার। উল্লেখ্য, ভারতে ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সঙ্কট সহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


ভারত বাংলাদেশের সীমান্ত প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। যা বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থল সীমান্ত।  এর মধ্যে ভারতের ৫টি রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মিজোরাম সীমান্ত দিয়ে পণ্য এবং মানুষ যাতায়াত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান বলেন, ভারতে সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পণ্য পরিবহনের ক্ষেত্রে এখনই কোনও কড়াকড়ি হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। আজ, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৩ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০১ জনের। 


শুধু বাংলাদেশই নয়, জার্মানি, ইরান, ব্রিটেন, কানাডা, হংকং সহ একাধিক দেশ ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।


ভারতে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ। পরপর ৪ দিন দেশে দৈনিক আক্রান্ত ৩ লক্ষ পার। একদিনে মৃত্যুর সংখ্যা আড়াই হাজারের বেশি।  গত ২৪ ঘণ্টায়  দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩,৪৯,৬৯১। মৃতের সংখ্যা ২,৭৬৭। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২,১৭,১১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬,৮২,৭৫১।


ভারতে করোনায় মৃতের সংখ্যা পরপর ৫ দিন ২ হাজার পার করল।  সবমিলিয়ে ভারতে মোট আক্রান্তর সংখ্যা ১,৬৯,৬০,১৭২। মোট সুস্থের সংখ্যা ১,৪০,৮৫,১১০। মোট মৃতের সংখ্যা ১,৯২,৩১১।সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ১৪,০৯,১৬,৪১৭ জনের। এর আগের দিন দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৩,৪৬,৭৮৬। গত চার দিনে দেশে নতুন করে  ১৩ লক্ষের বেশি আক্রান্ত হয়েছেন। ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত  দৈনিক আক্রান্তর সংখ্যা যথাক্রমে ৩.১৪ লক্ষ, ৩.৩২ লক্ষ, ৩.৪৬ লক্ষ ও ৩.৪৯ লক্ষ। এই পরিসংখ্যান বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি।