কলকাতা: সীমান্তে লাগাতার উস্কানি, এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব। দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে বিদেশমন্ত্রকের তলব। ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম। লাগাতার উস্কানি, পরপর ২বার ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব। অবশেষে দিল্লির তলব, সাউথ ব্লকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। মালদা, কোচবিহার থেকে ত্রিপুরা, বারবার কাঁটাতার দিতে BSF-কে বাধা। দোসর কট্টরপন্থী বাংলাদেশিরা, BSF-কে বারবার বাধা BGB-র! বারবার সহযোগিতার বার্তা ভারতের, তাও ইতিহাস ভুলে ইউনূস সরকারের প্ররোচনা অবশেষে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশমন্ত্রকের।
উল্লেখ্য়, মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে কোচবিহারের মেখলিগঞ্জ... কিংবা বালুরঘাট... বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির বিরুদ্ধে বারবার সীমান্তে কাঁটাতার বসাতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রবিবার, মালদার হবিবপুরে সীমান্ত পরিদর্শনে যান বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। হবিবপুরের কেদারিপাড়া সীমান্ত চৌকিতে গিয়ে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে হবিবপুরের বিধায়ক বলেন, 'এখানে কোনও ফেন্সিং নেই। কেদারিপাড়া থেকে বেলডাঙা ৮৮ ব্য়াটেলিয়ান এখানে ২৫ কিমি তার ঘেরা নেই। রাজ্য় সরকারের ব্য়র্থতা। রাজ্য় যদি আগে ব্য়বস্থা নিত, বিএসএফ-কে দিত, বা কেন্দ্রকে জায়গা দিলে অনেক দিন আগে ফেন্সিং হয়ে যেত।'
অন্য়দিকে, গত বুধবার কাঁটাতার ইস্য়ুতেই উত্তপ্ত হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা এলাকার, শিবরামপুর গ্রাম। এখানে প্রায় ৬০০ মিটার এলাকা কাঁটাতার হীন। সেখানে ফেন্সিংয়ের কাজ চলাকালীন, BSF-কে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বাধার মুখে পড়তে হয়। অশান্তির জেরে বন্ধ হয়ে যায় ফেন্সিংয়ের কাজ।
মালদা থেকে কোচবিহার, বারবার সীমান্তে কাঁটাতার তৈরিতে বাধা BGB-র। সীমান্তে চাপানউতোরের মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব। বাংলাদেশের বিদেশমন্ত্রকে গেলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর । 'কোনও বিরূপ ঘটনা যেন না ঘটে, তা নিয়ে ভারতীয় হাইকমিশনারকে বার্তা'। 'BGB ও বাংলাদেশি নাগরিকদের বাধায় কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত'। ভারতকে বিঁধতে গিয়ে সীমান্তে উস্কানির কথা স্বীকার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টার। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর।
এই ইস্য়ুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এ ব্যাপারে কেন্দ্র যেমনভাবে সহায়তা চাইবে, সেভাবে সহায়তা দেবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কাঁটাতার দেওয়ার কাজ যত বেশি দ্রুততার সঙ্গে সম্পন্ন হতে পারে, এটাই প্রত্যাশিত। না বিদেশমন্ত্রী, না প্রধানমন্ত্রী...বিন্দুমাত্র উল্লেখ করলেন না। এটা প্রত্যাশিত নয়।'